ঠিকানা টিভি ডট প্রেস: আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে পিএইচডি, এমএসসি বা এমএলিট, বা এক বছরের স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। ‘গেটস ক্যামব্রিজ স্কলারশিপ’ প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ সকল দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। কোর্স ভেদে আবেদনের শেষ সময়ের ভিন্নতা রয়েছে- হয় ৩ ডিসেম্বর ২০২৪ অথবা ৭ জানুয়ারি ২০২৫।’
যুক্তরাজ্যের গেটস কেমব্রিজ ইউনিভার্সিটি স্কলারশিপ ২০০০ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত হয়েছিল। মাইক্রোসফটের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা গেটস তাদের ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ থেকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়কে ২২০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেয়। যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে দেয়া সর্বকালের সবচেয়ে বড় এই অনুদান দিয়েই স্নাতকোত্তর ও পিএইচডি বৃত্তির সমস্ত খরচ স্পন্সর করা হয়। এটি যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি সম্মানজনক বৃত্তি।
বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে
সুযোগ-সুবিধাসমূহঃ-
* সম্পূর্ণ খরচ টিউশন ফি প্রদান করবে। সাথে অতিরিক্ত ভাতাও পাবেন শিক্ষার্থীরা।
* পুরো বছরের জন্য রক্ষণাবেক্ষণ ভাতা হিসেবে ২১,০০০ পাউন্ড (বাংলাদেশী টাকায় প্রায় ৩২ লাখ ৯২ হাজার ২৭৯
টাকা) প্রদান করবে। পিএইচডি স্কলারদের জন্য চার বছর পর্যন্ত প্রদান করবে।
* বিমানে যাতায়াতের খরচ।
* ভিসার ও ইমিগ্রেশন স্বাস্থ্য পরীক্ষার খরচ।
* বিভিন্ন কনফারেন্স এবং কোর্সে যোগ দিতে কোর্সের দৈর্ঘ্যের উপর নির্ভর করে ৫০০ থেকে ২ হাজার পাউন্ড পর্যন্ত প্রদান।
* পারিবারিক ভাতা বাবদ প্রথম সন্তানের জন্য ১১,৬০৪ পাউন্ড এবং দ্বিতীয় সন্তানের জন্য ১৬,৫৪৮ পাউন্ড প্রদান।
পার্টনারের জন্য কোন ধরনের তহবিল প্রদান করে না।
* পিএইচডি এর অংশ হিসাবে ফিল্ড ওয়ার্কের সময় স্বাভাবিক রক্ষণাবেক্ষণ খরচ।
* মাতৃত্ব/পিতৃত্ব তহবিল।
* অপ্রত্যাশিত সমস্যাজনিত তহবিল।
যোগ্যতাসমূহঃ-
* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
* অসামান্য মেধা ক্ষমতা।
* ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে।
* প্রোগ্রামটি পছন্দ করার কারণ ব্যাখ্যা করতে হবে।
* নেতৃত্বের সম্ভাবনা।
আবেদন প্রক্রিয়াঃ-
অনলাইনে আবেদন করা যাবে। আবেদনে করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন