স্ত্রীসহ ৩ জনকে গুলি করে হত্যা: পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: পরকীয়ার জেরে নিজের স্ত্রী, সন্তান ও এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যার অপরাধে পুলিশের সাবেক এএসআই (বরখাস্ত) সৌমেন রায়কে (৩৪) মৃত্যুদণ্ড দিয়েছেন কুষ্টিয়ার একটি আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে

রোববার (১১ ফেব্রুয়ারি’) কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আমীন এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি পিপি অনুপ কুমার নন্দী।

জানা যায়, সৌমেন রায় মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের আসবা গ্রামের সুনীল রায়ের ছেলে। তিনি সর্বশেষ খুলনার ফুলতলা থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ জুন বেলা ১১টা ১৫ মিনিটে কুষ্টিয়া শহরের কাস্টমস মোড় এলাকার নাজ ম্যানশন মার্কেটের বিকাশের দোকানের সামনে স্ত্রী আসমা খাতুন (২৫), আসমার ছেলে রবিন (৫) এবং আসমার পরকীয়া প্রেমিক শাকিলকে (২৮) সরকারি অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করেন এএসআই সৌমেন রায়। এ ঘটনায় পুলিশ তাকে ঘটনাস্থল থেকে সার্ভিস রিভলভার, গুলি ও ম্যাগাজিনসহ আটক করে।

পরে সেদিন বিকেলে তাকে বরখাস্ত করা হয়। একইদিন রাতে এএসআই সৌমেন রায়কে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন নিহত আসমা খাতুনের মা হাসিনা বেগম। পরদিন ১৪ জুন বিকেলে কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনামুল হকের আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সৌমেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নিশিকান্ত সরকার তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেন।

যদিও ২০২২ সালের ৬ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন নেন সৌমেন রায়। এরপর কুষ্টিয়া আদালতে বারবার আত্মসমর্পণের দিন ধার্য থাকলেও তিনি আত্মসমর্পণ করেননি।

আদালতে আত্মসমর্পণ না করায় ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানা জারির এক বছর পেরিয়ে গেলেও এখনও রয়েছেন পলাতক সৌমেন।

মামলার বাদী হাসিনা বেগম বলেন, আমার মেয়ে, তার ছেলে রবিন ও শাকিল নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সৌমেন। আদালত সৌমেনকে মৃত্যুদণ্ড দেওয়ায় আমি খুশি। তাকে দ্রুত গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। তবে এমন নির্মম হত্যাকাণ্ডের একমাত্র আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়ে পালিয়ে যাওয়ায় আমি হতাশ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

একনেকে ৫ হাজার ৯১৫ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: ৫ হাজার ৯১৫ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সোমবার (২৫ নভেম্বর) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিরাজগঞ্জ প্রতিনিধি: ০৭ অক্টোবর (সোমবার), ২০২৪রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ।

কৃষ্ণসাগরে অবস্থানরত রাশিয়ার জাহাজ ডুবিয়ে দিল ইউক্রেন’

আন্তর্জাতিক ডেস্ক: কৃষ্ণসাগরে অবস্থানরত রাশিয়ার একটি টহল জাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেন। এই জাহাজটি রাশিয়ার নৌবহরের অংশ, যা সম্প্রতি কৃষ্ণসাগর বহরে যুক্ত করা হয়েছিল। এই জাহাজটির

ভুঞাপুর স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সে স্বাভাবিক কার্যক্রম শুরু

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভুঞাপু‌র স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সে অভ‌্যন্ত‌রীন কোন্দ‌লের জেরে চিকিৎসা সেবা বন্ধ থাকায় ইউএনওর মধ্যস্থতায় ১২ ঘণ্টা পর স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। ভুঞাপু‌র স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সে

শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ৬ কোটি টাকার কাপড় জব্দ

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণ শাড়ি এবং মখমল কাপড় জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার দুপরে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার

নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স স্থগিত

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (২২ আগস্ট’)