নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের হিলিতে ভুয়া কাবিননামায় বিয়ে করে তিন বছর ধরে সংসার করে আসছিলেন উপজেলার বোয়ালদাড় গ্রামের সাদেক আলীর ছেলে মুশফিকুর রহমান মুন্না (৪২) সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য হলে কথিত স্বামী তাদের অন্তরঙ্গ মূহূর্তের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়। এরপর ওই নারীর অভিযোগের ভিত্তিতে শনিবার (১৬ মার্চ’) সকালে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
হাকিমপুর থানা ওসি দুলালা হোসেন জানান, প্রায় ৩ বছর আগে একই গ্রামের ওই নারীর সঙ্গে দুই সন্তানের জনক মুশফিকুর রহমান মুন্নার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তাকে নিয়ে পালিয়ে গিয়ে ভুয়া কাবিননামায় বিয়ের নাটক সাজিয়ে সংসার শুরু করেন। সম্প্রতি তাদের মধ্যে কথা কাটাকাটি হলে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।
এরপর ওই তরুণীর অভিযোগের প্রেক্ষিতে মুশফিকুরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন ও পর্ণগ্রাফি আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।’