নিজস্ব প্রতিবেদক: খুলনা রেলস্টেশনের স্ক্রিনে নিষিদ্ধ ছাত্রলীগের বার্তার ঘটনায় শনিবার রাতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন রেলওয়ে পাকশী বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার। তদন্ত কমিটির সদস্যরা আজ রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে।’
জানা গেছে, তদন্ত কমিটির প্রধান রেলওয়ে পাকশী বিভাগের ডিভিশনাল ট্রান্সপোর্টেশন অফিসার হাসিনা খাতুনের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি রোববার দুপুরে খুলনা রেল স্টেশনে আসেন। তারা রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এ সময় রেলওয়ে শ্রমিক দল ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
তদন্ত কমিটির প্রধান হাসিনা খাতুন জানান, তাদের ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তারা সে অনুযায়ী প্রতিবেদন জমা দেবেন।
রেলওয়ে শ্রমিক-কর্মচারী দল খুলনা শাখার সাধারণ সম্পাদক মো. সোহেল হাওলাদার বলেন, আওয়ামী লীগের একটি চক্র সরকারকে বিব্রত করতে এ ঘটনা ঘটিয়েছে। তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রেলওয়ের কোনো কর্মকর্তা-কর্মচারীও যদি জড়িত থাকে তাকেও আইনের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, তারা তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তাদের দাবির কথা জানিয়েছেন।
এর আগে শনিবার রাতে রেলস্টেশনের ডিজিটাল স্ক্রিনে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে’ লেখা দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা রেলস্টেশনে গিয়ে বিক্ষোভ করেন। স্ক্রিন বোর্ডের দায়িত্বে থাকা মো. আসলাম হোসেন সেন্টু নামে একজনকে আটক করে পুলিশ। তিনি খুলনা থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
এদিকে বিক্ষুব্ধ লোকজন শনিবার রাতে রেলস্টেশন মাস্টারের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপর রোববার তাকে আর অফিসে দেখা যায়নি।
খুলনা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলম খান জানান, এ ঘটনায় রেলওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।’