ঠিকানা টিভি ডট প্রেস: সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল সোমবার (১১ মার্চ) থেকে দেশটিতে রোজা শুরু হবে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চাঁদ দেখার পর সৌদি চাঁদ দেখা কমিটি এক ঘোষণায় জানায়, সোমবার (১১ মার্চ’) পবিত্র রমজান মাস শুরু হবে। সৌদি সুপ্রিম কোর্টের মতে, রোববার (১০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। যার মধ্যদিয়ে শাবান মাস শেষ হলো। শুরু হলো মাহে রমজান।
বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর পবিত্র রমজান শুরু হয়। সে হিসেবে আগামীকাল সোমবার বাংলাদেশেও রমজানের চাঁদ দেখা যেতে পারে। সোমবার বাংলাদেশে চাঁদ দেখা দিলে মঙ্গলবার প্রথম রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, কয়েক ঘণ্টা আগে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও ব্রুনেই রমজানের তারিখ ঘোষণা করে। এই চারটি দেশই জানিয়েছে, মঙ্গলবার (১২ মার্চ’) থেকে রোজা শুরু হবে।’