আন্তর্জাতিক ডেস্ক: হুঁইসেল দিতে দিতে আসে পুরোনো দিনের একটি ট্রেন। সেই ট্রেনের ছবি ও ভিডিও ধারণ করতে রেললাইনের পাশে জড়ো হন অনেক মানুষ। ট্রেনটি যখন কাছে চলে আসে তখন উপস্থিত সবাই মোবাইল দিয়ে ছবি তুলতে থাকেন। তাদের মধ্যে ছিলেন এক নারী। যিনি ট্রেনের সঙ্গে একটি সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন।
আর সেলফি তোলার নেশায় তিনি যে ট্রেনের কত কাছে চলে গিয়েছিলেন সেটি বুঝতেও পারেননি। এতে কোনো কিছু বোঝার আগেই ট্রেনের ইঞ্জিন এসে সরাসরি আঘাত হানে তার মাথায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
গত সোমবার (৫ জুন’) মেক্সিকোর হিদালগোতে ঘটেছে এ ঘটনা। ওইদিন কয়লা চালিত পুরোনো আমলের একটি ট্রেন দেখার জন্য সাধারণ মানুষ রেললাইনের পাশে গিয়েছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহত ওই নারী ২০ বছর বয়সী ছিলেন। তিনি তার ছেলে এবং একটি স্কুলের কিছু শিক্ষার্থীর সঙ্গে সেখানে গিয়েছিলেন। ট্রেনের সঙ্গে ধাক্কা লাগার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
‘ইমপ্রেস’ নামের জনপ্রিয় এ ট্রেনটি কানাডা থেকে মেক্সিকো সিটিতে আসছিল। কয়লাচালিত ট্রেনটি তৈরি করা হয় ১৯৩০ সালে।’