সুইস ব্যাংকে কেন অরুচি দুর্নীতিবাজদের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে অর্থপাচার উল্লেখযোগ্য হারে কমেছে। সুইস ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায় যে, গত দুই বছরে বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে টাকা পাঠানোর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।’

প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা করা অর্থ ছিল ৮৭ কোটি ১১ লাখ ফ্রাঁ। ২০২২ সালে শেষে তা কমে দাঁড়ায় ৫ কোটি ফ্রাঁ-তে। আর সেখান থেকে কমে ২০২৩ সালে পৌনে দুই কোটি ফ্রাঁ তে পৌঁছেছে। অর্থাৎ গত দুই বছরে সুইস ব্যাংক থেকে ১১ হাজার কোটি টাকা আমানত সরিয়ে ফেলা হয়েছে। আমানতের এই টাকা সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মতো দেশগুলোতে গেছে বলে প্রাথমিক অনুসন্ধানে পাওয়া যাচ্ছে।

প্রশ্ন উঠছে যে, দুর্নীতিবাজরা কেন সুইস ব্যাংক থেকে টাকা সরিয়ে ফেলছে? একটা সময় ছিল সুইস ব্যাংকে টাকা রাখা ছিল মর্যাদার প্রতীক। দুর্নীতিবাজরা সামাজিক মর্যাদা এবং নিরাপদে টাকা রাখার জন্য ব্যাংককে পছন্দ করত। সুইস ব্যাংকের একটা বড় বৈশিষ্ট্য ছিল যে সুইস ব্যাংক অর্থ আমানতকারীর তথ্য প্রকাশ করত না। ফলে এই অর্থের কথা গোপন থাকত। ফলে দুর্নীতিবাজরা এখানে টাকা রাখাটাকে সবচেয়ে নিরাপদ মনে করত। কিন্তু সাম্প্রতিক সময় সুইজারল্যান্ডের আইনের কিছু পরিবর্তন হয়েছে এবং সুইস ন্যাশনাল ব্যাংকের নীতিমালারও পরিবর্তন হয়েছে। সুইস ব্যাংক এখন তথ্য গোপনের নীতিমালা থেকে কিছুটা সরে এসেছে। এর পিছনে অবশ্য একাধিক কারণ রয়েছে।’

প্রথমত, সুইজারল্যান্ডের ব্যাংকগুলোর মালিকানা পরিবর্তন হয়েছে। এই মালিকানা পরিবর্তনের কারণে তারা এখন অর্থকষ্টে ভুগছে। এ কারণে যে সমস্ত বিতর্কিত ব্যক্তিদের টাকা জমা আছে এই ব্যাংকে তাদের তথ্য তারা ফাস করে দিচ্ছে। ফলে বিতর্কিত ব্যক্তিদের সংশ্লিষ্ট দেশগুলো লিখিত অভিযোগ জানাচ্ছে।

দ্বিতীয়ত, এই টাকা অবৈধভাবে উপার্জিত এমন তথ্য এবং অভিযোগ যাচ্ছে সুইস ব্যাংকের কাছে। ফলে ব্যাংক এই টাকাগুলোকে ফ্রিজ করে রাখতে পারছে বা বাজেয়াপ্ত করেছে। এটি সুইজারল্যান্ডের আয়ের একটি বড় উৎস। এরকম বেশ কিছু ব্যক্তি টাকা বাজেয়াপ্ত হয়ে গেছে। ফলে সুইস ব্যাংকে টাকা রাখাটাকে ঝুঁকিপূর্ণ মনে করছে। তাছাড়া সুইজারল্যান্ড এখন আন্তর্জাতিক মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক যে নেটওয়ার্ক তার সদস্য হয়েছে। সেখানে তারা তথ্য আদানপ্রদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকে সহযোগিতা করছে। এর কারণে সুইস ব্যাংকে যারা জ্ঞাত আয় বহির্ভূত অর্থ রাখছেন তাদের তথ্য সহজেই ফাঁস করে দেওয়া হচ্ছে।’

তৃতীয়ত, সংযুক্ত আরব আমিরাতে টাকা রাখলে মুনাফার হার বেশি। বিনিয়োগ করা যাচ্ছে এবং কেউ প্রশ্ন করছে না। সুইজারল্যান্ডের চেয়ে সংযুক্ত আরব আমিরাতে টাকা রাখাটাকে এখন তাই অনেকে নিরাপদ মনে করছেন। সুইজারল্যান্ডে টাকা রাখলে সে টাকা ফেরত পাওয়া যায় না। দুঃসময়ে টাকা পাওয়া যায় না। অতীতে যাদের টাকা বাজেয়াপ্ত হয়েছে তাদের অভিজ্ঞতা দুর্নীতিবাজরা এখন সুইজ ব্যাংকের পরিবর্তে দুবাই, সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় বিনিয়োগ করছেন। আর এ কারণেই সুইস ব্যাংক থেকে ফ্রাঁ এর বিনিয়োগের টাকাগুলো সরাসরি চলে যাচ্ছে এখন সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশগুলোতে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে মসজিদের সিড়ির নিচে থেকে ম্যাগজিন ও গুলিসহ দুটি শর্টগান উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার একটি মসজিদের ভিতরে সিড়ির নিচে ফেলে রাখা অবস্থায় দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলিসহ দুটি অত্যাধুনিক শর্টগান উদ্ধার করেছে সদর

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। বুধবার

পদত্যাগ করবেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি শেষ পর্যন্ত পদত্যাগ করবেন? এই প্রশ্নটি আজ সারাদিন ধরে বিএনপিতে আলোচিত হয়েছে, পল্লবিত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছালো

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার খালেদা জিয়ার লন্ডনযাত্রার কথা থাকলেও তা কয়েক দিন পেছাতে পারে। যদিও এরই মধ্যে বিএনপি চেয়ারপারসনসহ সফরসঙ্গীরা যুক্তরাজ্যের ভিসা পেয়ে গেছেন। বিএনপির চেয়ারপারসন

‘ভারতে আসছে নতুন পদ্ধতি, স্যাটেলাইট থেকে কেটে নেবে টোল’

আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন সড়ক ও সেতুতে টোল প্লাজা থাকে। এসব প্লাজায় বিভিন্ন যানবাহনের টোল রাখা হয়। এটা দীর্ঘদিনের পুরনো পদ্ধতি। এবার এই পদ্ধতির বদল আনতে

নেতানিয়াহুর বাড়িতে বোমা হামলায় ৩ সন্দেহভাজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেহানিয়াহুর বাড়িতে বোমা হামলা সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ইসরায়েলে উত্তরাঞ্চলের সিজারিয়া শহরে নেতানিয়াহুর