আপনার জানার ও বিনোদনের ঠিকানা

সুইডেনে কোরআন অবমাননাকারীর ফাঁসির দাবি

সুইডেনের রাজধানী স্টোকহোমে পবিত্র কোরআন পুড়িয়ে অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সম্মিলিত আলেম সমাজ। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির ফাঁসির দাবি জানিয়েছেন তারা।

শুক্রবার (১৪ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজ শেষে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জান। সুইডেনে পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে জাতিসংঘের প্রস্তাবের বিপক্ষে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের ভোট দেওয়ার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সম্মিলিত আলেম সমাজের সভাপতি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম বলেন, জাতিসংঘের প্রস্তাবের বিরুদ্ধে যারা ভেটো দিয়েছে তাদের আমরা ধিক্কার জানাই। আমরা কোনো ধর্মের মানুষকে ঘৃণা করি না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ধর্ম পালন করব।

মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, মহাগ্রন্থ আল কোরআন আমাদের বেঁচে থাকার দলিল। কোরআনের লাখ লাখ হাফেজ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের পরিষ্কার করে বলে দিতে চাই— আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোরআন অবমাননার জন্য যারা দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানাচ্ছি।

তারা বলেন, ইসলাম ধর্মকে অবমাননা করা হলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আমরা মুসলিমরা প্রতিবাদ করবে। জাতিসংঘে যখন কোরআন অবমাননার প্রস্তাব উঠেছে তখন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সুইডেন ও ব্রিটেন আমাদের বিরোধিতা করেছে। তারা কখনো মুসলমান জাতির পক্ষে থাকতে পারে না।

মানববন্ধনে সম্মিলিত ইসলামী সমাজের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বায়তুল মোকাররমের উত্তর গেট ও পল্টন মোড়ে অবস্থান নিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই খবরও একই রকমের

কোরেশি-ইমরানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও ভাইস-প্রেসিডেন্ট শাহ মেহমুদ কোরেশি বৈঠক করেছেন। তবে বুধবার (৭ জুন) হওয়া এ বৈঠকে দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে

ডেঙ্গুরোগী পাঁচগুণ বেশি, পাঁচ মাসে আক্রান্ত ১৭০৪

গত বছরের চেয়ে এবছর ডেঙ্গুরোগী পাঁচগুণ বেশি জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, গত জানুয়ারি থেকে ২৮ মে পর্যন্ত মোট এক হাজার ৭০৪

যশোরের ঝিকরগাছা গঙ্গানন্দপুর বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সহ সভাপতি আবদার রহমান ইন্তেকাল করেছেন

নিজস্ব প্রতিনিধি গতকাল রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সহ সভাপতি জনাব আবদার রহমান ইন্তেকাল করেছেন। আজ তার জানাজা ও

জি এম কাদের আচরণবিধি লঙ্ঘন করেছেন কি না, তদন্তের নির্দেশ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে নেমে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের আচরণবিধি লঙ্ঘন করেছেন কি না, তা তদন্তের নির্দেশ দিয়েছে

৫ ছেলের ঘরে ঠাঁই হয়নি। কবরস্থানের পাশে বৃদ্ধ বাবা-মাকে ফেলে রেখে গেছে সন্তানেরা

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: কবরস্থানের পাশে বসে বাকরুদ্ধ বৃদ্ধ দম্পত্তি। এক সময় তাদের চোখে মুখে স্বপ্ন ছিল সন্তানেরা বড় হবে। এজন্য জীবনের পুরোটা সময় হাড়ভাঙ্গা

সিরাজগঞ্জে ১২ কেজি গাঁজাসহ  এক মাদক ব্যবসায়ী আটক

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জে ১২ কেজি গাঁজাসহ আসাদ মিয়া (৪৮) নামের ওক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলার থানা পুলিশ। জানা যায়, পুলিশ সুপার আরিফুর