সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পাঁচ জন কর্মী নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
রবিবার (৫ জুন) সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল শনিবার রাত ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি একটি কনটেইনার ডিপোতে বিকট বিস্ফোরণ ঘটে। দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় বহু হতাহতের ঘটনা ঘটে। আজ সকাল সাড়ে ১১টা পর্যন্ত ৩৩ জনের লাশ উদ্ধার করার খবর পাওয়া গেছে।
এদের মধ্যে আগুন নেভাতে যাওয়া পাঁচ ফায়ার সার্ভিস কর্মীও রয়েছে বলে জানালো সংস্থাটি। এর মধ্যে মনিরুজ্জামান নামের একজনের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি কুমিরা ফায়ার স্টেশনে নার্সিং অ্যাটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়াও ফায়ার সার্ভিসের ১৫ জন কর্মী আহত হয়ে সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আরও ২ জন কর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না।