ভিকে জয়,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি মেয়রের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ অক্টোবর) বিকালে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নে ফুটানি মার্কেটে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশি বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার জনসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী জনসভায় দৌলতপুর আঞ্চলিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নৌকা মনোনয়ন প্রত্যাশি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
এসময় আরও বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার, দৌলতপুর আঞ্চলিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারেজ আলী মোল্লা, জাতীয় শ্রমিক লীগ বেলকুচি উপজেলা শাখার সভাপতি সাহেব আলী, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, মহিলা কাউন্সিলর নার্গিস বেগম ঊষা, পৌর কাউন্সিলর ফজলুর রহমানসহ দলীয় সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনে জননেত্রী শেখ হাসিনা যেন জননন্দিত নেতাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন দেন। জনবিচ্ছিন্ন কোন নেতাকে যেন মনোনয়ন দেয়া না হয়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান এবং জননেত্রী শেখ হাসিনার সারাদেশে উন্নয়ন অব্যাহত রাখতে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান।