সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-২( সিরাজগঞ্জ সদর আংশিক-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের
বাসভবনে রবিবার দুপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা আগুন দেয়। ওই দিন রাত ১১টার দিকে ওই আগুনে পুড়ে যাওয়া দুইজনের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।এদের মধ্যে একজন সিরাজগঞ্শজ হরের জানপুর এলাকার ছাত্রলীগ কর্মী শাহিন বলে নিশ্চিত হওয়া গেছে। অন্য জনের পরিচয় পাওয়া যায়নি। সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া এনায়েতপুর থানায় হামলার ঘটনায় ৩ আন্দোলনকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে এরা হলেন এনায়েতপুর থানার খুকনি ইউনিয়নের খুকনি পাড়া গ্রামের শাহজাহান প্রামানিকের ছেলে ও এনায়েতপুর থানা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক ইয়াহিয়া(২৫), বেলকুচি উপজেলার মাধবপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে শিহাব (২০) ও বেতিল গ্রামের সিয়াম (১৯)। এ নিয়ে সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এনায়েতপুর থানা পুলিশ সহ ২৭ জন নিহতের খবর পাওয়া গেছে।’
এমপি হেনরী জানান, তার বাসায় হামলার সময় বাসায় অবস্থান করা নেতাকর্মীরা বের হয়ে নিরাপদ স্থানে চলে যায়। এ সময় ছাত্রলীগ কর্মী শাহীন বাসার ভেতরে চলে যান। এর কিছুক্ষণ পর আন্দোলনকারীরা বাসায় আগুন ধরিয়ে দেয়। দিনভর দলের নেতাকর্মীসহ সবাই নিরাপদ দূরত্বে থাকার পর রাতে বাসায় এসে এ দুইজনের কঙ্কাল পরে থাকতে দেখেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই এমপি হেনরীর বাসভবন থেকে ২ জনের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।’