সিরাজগঞ্জ শাহজাদপুরে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে অস্ত্রের মহড়া

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবে সোবহান সজলের বাড়ির সামনে দেশীয় অস্ত্র হাতে নিয়ে মহড়া দিয়ে এলাকায় আতংক সৃষ্টির অভিযোগ উঠেছে পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন সুনামের সমর্থকদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে শাহজাদপুর পৌর শহরের মনিরামপুর বাজার এলাকার বঙ্গবন্ধু এভিনিউ সড়কের সজলের বাড়ির সামনে শাহজাদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনের নেতৃত্বে এ মহড়া দেয়া হয় বলে অভিযোগ সূত্রে জানা গেছে। এর আগে এদিন দুপুরে এসব অস্ত্রধারীরা শাহজাদপুর শহরে মোটরসাইকেল নিয়ে শোডাউন করে। এ ঘটনার পর শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবে সোবহান সজলের সমর্থকরাও এলাকায় মহড়া দেয়। এ নিয়ে দৃ‘পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহবুবে সোবহান শেখ সজল বলেন, শাহজাদপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করে আমি বাসায় ফেরার কিছুক্ষণ পর বাড়ির সামনের সড়কে ব্যাপক চেচামেচি ও শোরগোল শুনতে পাই। আমি এগিয়ে গিয়ে দেখি আমার বাড়ির সামসেড়কে শাহজাদপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মামুন ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলামের ছেলে সবুজের নেতৃত্বে একদল অস্ত্রধারী অস্ত্রের মহড়া দিয়ে আমাকে ও আমার পরিবারের লোকদের অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি-ধমকি দেয় দিচ্ছে। খবর পেয়ে আমার সমর্থকরা এগিয়ে এলে অস্ত্রধারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন সুনামের পক্ষে নির্বাচনে কাজ করেছেন। তিনি আরও বলেন, শান্ত শাহজাদপুরকে তারা অশান্ত করার চেষ্টায় এ কাজ করছে।

এ বিষয়ে জানতে পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন সুনামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।’

এ বিষয়ে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলাম বলেন, সেখানে মহড়া হয়নি। দু‘পক্ষই অবস্থান নিয়েছিল। আমি বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ভাবে শাহজাদপুর থানা পুলিশ ও র‌্যাবকে জানিয়েছি। সন্ত্রাসীর কোনো পক্ষ-বিপক্ষ নেই। তাদের প্রতিহত করতে হবে। শাহজাদপুরের মানুষকে শান্তিপূর্ণ অবস্থানে রাখা আমার দায়িত্ব। আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করেছি।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত ওসি মো: আসলাম হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।’

এ বিষয়ে শাহজাদপুর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, দেশীয় অস্ত্র নিয়ে যারা মহড়া দিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, তৃতীয় ধাপে গত বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভাইস চেয়ারম্যান পদে শাহজাদপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবে সোবাহান শেখ সজল মিন্টু (প্রতীক টিউবয়েল) ৭০০৬৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহজাদপুর উপজেলা সেচ্ছসেবকলীগের সভাপতি মারুফ হোসেন সুনাম (প্রতীক চশমা) পেয়েছেন ৫৭২৯৩ ভোট।

এ নির্বাচন সুষ্ঠ্যু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হলেও এর একদিন পর নদী খননের বালু উত্তোলন নিয়ে পূর্ববিরোধের জের ধরে এ দিন এই দৃ‘পক্ষের মধ্যে এ অস্ত্রের মহড়া দেয়া হয় বলে জানা গেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিলো যুক্তরাষ্ট্র!

অনলাইন ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি এবং অবাধ মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়ে একটি প্রস্তাবের ওপর বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে

সাগর-রুনি হত্যার তদন্ত ১১২ বারের মতো পেছাল

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১১২ বারের মতো পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী

হাসিনার কাছে ট্রাইব্যুনালের সব তথ‍্য পাঠানো হচ্ছে’, কনক সরওয়ারের অভিযোগ

ঠিকানা টিভি ডট প্রেস: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতা থেকে সরে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আন্দোলনে চলা হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী

কাজী নজরুলকে ‘জাতীয় কবি’ হিসেবে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন

ঠিকানা টিভি ডট প্রেস: কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ভূষিত করে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)। দুপুরে উপদেষ্টা

যমুনা সেতুতে এক দিনে ৩২ হাজার যানবাহন পারাপার, টোল আদায় ২.১৩ কোটি টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে যমুনা সেতুতে। বুধবার (১১ জুন) ২৪ ঘণ্টায় সেতু দিয়ে পারাপার হয়েছে ৩১ হাজার

বোরকা পরে যেভাবে পালিয়েছেন ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক: চুনারুঘাট আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে চলে গেছেন। মোবাইল ফোনও বন্ধ রয়েছে তাদের। আওয়ামী লীগ সরকারের আচমকা পতনের পর নেতাকর্মীরা মনোবল হারিয়ে অনেকটা