আপনার জানার ও বিনোদনের ঠিকানা

সিরাজগঞ্জ শাহজাদপুরে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে অস্ত্রের মহড়া

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবে সোবহান সজলের বাড়ির সামনে দেশীয় অস্ত্র হাতে নিয়ে মহড়া দিয়ে এলাকায় আতংক সৃষ্টির অভিযোগ উঠেছে পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন সুনামের সমর্থকদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে শাহজাদপুর পৌর শহরের মনিরামপুর বাজার এলাকার বঙ্গবন্ধু এভিনিউ সড়কের সজলের বাড়ির সামনে শাহজাদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনের নেতৃত্বে এ মহড়া দেয়া হয় বলে অভিযোগ সূত্রে জানা গেছে। এর আগে এদিন দুপুরে এসব অস্ত্রধারীরা শাহজাদপুর শহরে মোটরসাইকেল নিয়ে শোডাউন করে। এ ঘটনার পর শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবে সোবহান সজলের সমর্থকরাও এলাকায় মহড়া দেয়। এ নিয়ে দৃ‘পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহবুবে সোবহান শেখ সজল বলেন, শাহজাদপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করে আমি বাসায় ফেরার কিছুক্ষণ পর বাড়ির সামনের সড়কে ব্যাপক চেচামেচি ও শোরগোল শুনতে পাই। আমি এগিয়ে গিয়ে দেখি আমার বাড়ির সামসেড়কে শাহজাদপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মামুন ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলামের ছেলে সবুজের নেতৃত্বে একদল অস্ত্রধারী অস্ত্রের মহড়া দিয়ে আমাকে ও আমার পরিবারের লোকদের অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি-ধমকি দেয় দিচ্ছে। খবর পেয়ে আমার সমর্থকরা এগিয়ে এলে অস্ত্রধারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন সুনামের পক্ষে নির্বাচনে কাজ করেছেন। তিনি আরও বলেন, শান্ত শাহজাদপুরকে তারা অশান্ত করার চেষ্টায় এ কাজ করছে।

এ বিষয়ে জানতে পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন সুনামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।’

এ বিষয়ে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলাম বলেন, সেখানে মহড়া হয়নি। দু‘পক্ষই অবস্থান নিয়েছিল। আমি বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ভাবে শাহজাদপুর থানা পুলিশ ও র‌্যাবকে জানিয়েছি। সন্ত্রাসীর কোনো পক্ষ-বিপক্ষ নেই। তাদের প্রতিহত করতে হবে। শাহজাদপুরের মানুষকে শান্তিপূর্ণ অবস্থানে রাখা আমার দায়িত্ব। আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করেছি।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত ওসি মো: আসলাম হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।’

এ বিষয়ে শাহজাদপুর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, দেশীয় অস্ত্র নিয়ে যারা মহড়া দিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, তৃতীয় ধাপে গত বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভাইস চেয়ারম্যান পদে শাহজাদপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবে সোবাহান শেখ সজল মিন্টু (প্রতীক টিউবয়েল) ৭০০৬৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহজাদপুর উপজেলা সেচ্ছসেবকলীগের সভাপতি মারুফ হোসেন সুনাম (প্রতীক চশমা) পেয়েছেন ৫৭২৯৩ ভোট।

এ নির্বাচন সুষ্ঠ্যু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হলেও এর একদিন পর নদী খননের বালু উত্তোলন নিয়ে পূর্ববিরোধের জের ধরে এ দিন এই দৃ‘পক্ষের মধ্যে এ অস্ত্রের মহড়া দেয়া হয় বলে জানা গেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জনগণকে সঙ্গে নিয়ে আ. লীগ নির্বাচনে যাবে : বাহাউদ্দীন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আগামী নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন আর রাষ্ট্র পরিচালনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্য

উদ্বোধনের তিন দিন আগে বদলে গেল বিপিএলের সময় সূচি’

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল’) দশম আসরের পর্দা উঠতে বাকি আর মাত্র তিন দিন। আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়ানোর কথা রয়েছে জনপ্রিয়

আফ্রিকার সঙ্গে সম্পর্ক বাড়াতে তৎপর পুতিন

ইউক্রেনে যুদ্ধ ও তার জেরে শস্য চুক্তি রাশিয়া নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় বিশ্বজুড়ে দেশটির আলোচনা-সমালোচনা চলছে। তার মধ্যেই আফ্রিকার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে তৎপরতা

যেভাবে কেটেছে এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিকের বন্দিজীবন

নিজস্ব প্রতিবেদক: সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি ‘এমভি আবদুল্লাহ’ জাহাজটি নাবিকেরাসহ গত মঙ্গলবার (১৪ মে) দেশে ফিরেছেন। পরে বন্দরের আনুষ্ঠানিকতা সেরে জিম্মি হওয়া জাহাজটির মাস্টার ক্যাপ্টেন

আধুনিক সেনাবাহিনী গড়ার কাজ চলছে’: রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: দেশের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার সেনাবাহিনীকে আধুনিক, স্মার্ট ও যোগ্য বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে। জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার

ইসরায়েলি বাহিনীর বোমায় বিদেশি ৫ ত্রাণকর্মী নিহত’

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বোমায় অন্তত ৫ জন দেশি-বিদেশি ত্রাণকর্মী নিহত হয়েছেন। এই ত্রাণকর্মীদের মধ্যে একজন ফিলিস্তিনি এবং বাকিরা পোল্যান্ড, অস্ট্রেলিয়া