সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ঘর উপহার পেলেন ৪৭ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার।
মঙ্গলবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপকার ভোগী ৪৭ পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান ফারুক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি দেলখোশ আলী প্রমানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলালসহ উপকার ভোগী পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।’