আপনার জানার ও বিনোদনের ঠিকানা

সিরাজগঞ্জে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত! 

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে  সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ   জেলা প্রশাসক কার্যালয়ে শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন  সভা কক্ষে শনিবার  ১৮ মে-২০২৪ সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত  এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি, আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ড. হাফিজ আহমেদ চৌধুরী। জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান  এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ আবু কাউছার, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ যুগ্ম সচিব (ড্রাফটিং) মোহাম্মদ আসাদুজ্জামান নূর  । আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্পের সাংবিধানিক ও আইনি অধিকার সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন প্রকল্প পরিচালক এবং যুগ্ম সচিব  ড. মোহাম্মদ মহিউদ্দীন এবং সঞ্চালনা করেন, লেজিসলেটিভ  ও সংসদ বিষয়ক বিভাগের  সিনিয়র সহকারী সচিব মৌসুমি দাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার,  (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হান্নান মিয়া, জেলা ও দায়রা জজ এম.আলী আহমেদ, জেলা লিগ্যাল এইড অফিসার বেগম জিনাত মহল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিবান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় প্রমুখ।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ দূর্যোগ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, সিভিল সার্জন প্রতিনিধি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা, সিরাজগঞ্জ  জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব কে.এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, পৌরসভা মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা,বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, সিরাজগঞ্জ অ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বিজ্ঞ জিপি মোঃ রেজাউল করিম রাখাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাওছার আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সদর উপজেলা এসিল্যান্ড এস.এম.রকিবুল হাসান, জেলা আওয়ামী মহিলালীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনাহেনা সহ অন্যান্যরা।

এসময়ে সিরাজগঞ্জ  জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকগণ, আইনজীবী, বিভিন্ন এনজিওর কর্মকর্তা ও প্রতিনিধিগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, শিক্ষকগণ, সুধীজনেরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন শিরিন শিলা

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা শিরিন শিলা। অভিনয়, গ্ল্যামার আর ফটোজেনিক মুখশ্রী দিয়ে প্রযোজক-পরিচালকদের নজর কেড়েছেন। ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্তের খবর পাওয়া গেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। ফলে লোকসানে আছে স্যাটেলাইটটির পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) যদিও ‘কৌশলে’ তারা নিজেদের

সময় টিভির মালিকানা নিয়ে এবার উচ্চ আদালতে রিট

নিজস্ব প্রতিবেদক: সময় টিভির এমডি ও সিইও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে’। বুধবার (১৪ আগস্ট’) হাইকোর্টের সংশ্লিষ্ট

রণক্ষেত্র খুলনা, শিক্ষার্থী-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবিতে উত্তাল হয়ে উঠেছে খুলনা মহানগরী। ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করতে গেলে

ডলার সংকট: সার আমদানির দায় পরিশোধ করতে পারছে না রাষ্ট্রীয় ২ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: ডলার সংকটে এবার সার আমদানি হুমকিতে থাকায়, আসছে বোরো মৌসুমে ইউরিয়ার যোগন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি’)