সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ওপরে, বন্যার আশঙ্কা 

সিরাজগঞ্জ প্রতিনিধি: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও মৌসুমী বায়ুর প্রভাবে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি হু হু করে বাড়ছে। দ্রুতগতিতে পানি বাড়ায় বন্যা আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের। গত ১২ ঘণ্টায় শহর রক্ষা হার্ড পয়েন্টে পানি ১৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ সে.মি’)

এদিকে, পানি বৃদ্ধির সঙ্গে জেলার অভ্যন্তরীণ করতোয়া, ফুলজোড়, হুড়াসাগর ও চলনবিলের নদ নদীর পানি সমানতালে বেড়েই চলেছে। দ্রুত পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলের নিম্নভূমি তলিয়ে যাচ্ছে। একই সঙ্গে যমুনার তীরবর্তী অঞ্চলে শুরু হয়েছে তীব্র ভাঙন।

অপরদিকে, কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে পানি গত ১২ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ সেমি)।

শুক্রবার (৫ জুলাই’) সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ৩ জুন থেকে অস্বাভাবিকভাবে যমুনায় পানি বাড়ে। এক সপ্তাহ পরই পানি কমতে থাকে। এরপর ১৮ জুন থেকে আবারও দ্রুতগতিতে পানি বাড়তে থাকে। টানা পাঁচদিন বাড়তে থাকার পর ২২ জুন থেকে কমতে শুরু করে। ২৭ জুন স্থিতিশীল থাকার পর ২৮ জুন আবারও পানি বেড়েছে। ২৯ জুন আবার স্থিতিশীল হয়ে ৩০ জুন সামান্য কিছুটা কমে যমুনার পানি। ১ জুলাই থেকে আবারও পানি বাড়তে থাকে।’

জানা যায়, যমুনার পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলার সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন, কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী ও শাহজাদপুর উপজেলার জালালপুর এবং কৈজুরীতে তীরবর্তী অঞ্চলগুলোতে তীব্র ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে এসব অঞ্চলের প্রায় ৮ শতাধিক বাড়ি-ঘর, ফসলী জমিসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে।

সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, দ্রুতগতিতে যমুনায় পানি বাড়ছে। বর্তমানে শহর রক্ষা হার্ড পয়েন্ট ও কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। পানি আরও ৪/৫ দিন বাড়তে পারে।

তিনি আরও জানান, পানি বাড়লেও বড় ধরনের বন্যা না হলেও মাঝারি বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভাঙন কবলিত এলাকাগুলোর খোঁজ নিয়ে বালি ভর্তি ব্যাগ জিওটিউব ও জিওব্যাগ ডাম্পিং করে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৫২ বছর পর ফের চাঁদে নামল মার্কিন মহাকাশযান’

ঠিকানা টিভি ডট কম: ৫২ বছর পর চাঁদে আবার মার্কিন মহাকাশযান। তবে এবার মহাকাশযানটি বেসরকারি সংস্থার তৈরি। এর মধ্য দিয়ে এই প্রথম কোনো বেসরকারি সংস্থার

‘বিসিএস পরীক্ষায় ছেলে বন্ধুর হয়ে প্রক্সি দিতে এসে ধরা তরুণী’

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীতে বিসিএস পরীক্ষায় প্রক্মি দিতে এসে ভ্রাম্যমাণ আদালতের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রিয়তি জান্নাত নামের এক তরুণী। এ ঘটনায় তাকে সাত দিনের কারাদণ্ড

একাধিকবার নভনীতকে চুমু খেতে বাধ্য করেছিলেন আমির

নব্বইয়ের দশকে জনপ্রিয় সিনেমা ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’। আমির-জুহির এই ছবি মুক্তি পর কেটে গেছে প্রায় তিন দশক। সিনেমাটির প্রতিটি গান, সংলাপ আজও সমান

দুই দশক পালিয়েও শেষ রক্ষা পায়নি ‘আজরাইল’

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালী উপজেলার আলোচিত সিরিয়ার কিলার মো. লোকমান ওরফে আজরাইলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। দুই দশক পলাতক থাকার পর বুধবার ভোরে বঙ্গোপসাগরের সোনাদিয়া দ্বীপের

চাকরি হারালেন কিস্তির টাকা না পেয়ে গরু নিয়ে যাওয়া এনজিওকর্মী

নিজস্ব প্রতিবেদকঃ গ্রামীণ জনউন্নয়ন সংস্থার (এনজিও) কর্মী কিস্তি না পেয়ে ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা গোয়ালঘর থেকে গরু নিয়ে যাওয়া মাঠকর্মী হাসিনাকে চাকুরিচ্যুত করা হয়েছে।

এইচএসসির ফল তৈরিতে সাবজেক্ট ম্যাপিং যেভাবে হতে পারে

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা বাতিল ঘোষণার পর থেকেই কীভাবে ফল তৈরি করা হবে