লুৎফর রহমান: সিরাজগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ওই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব) এ এস এম শফিউল আলম তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রধান কার্যালয়ের সহকারি পরিচালক মো: আলমান হোসেন।
এসময় বক্তব্য রাখেন, ফিল্ড সুপারভাইজার মো: আনোয়ার হোসেন, মহিউদ্দিন খান, আনিছুর রহমান, হাসিবুল ইসলাম, শাহিন সরকার, এস এম ফেরদৌস আললম, মাহবুবুল আলম, রেজাউল করিম। মডেল কেয়ারটেকার মো: আব্দুল মাজিদ, আব্দুল লতিফ, ইমরান হোসেন, ইউনুছ আলী। সাধারন কেয়ারটেকার আমিনুল ইসলাম, শাহেদ অঅলী, রবিউল করিম, সুজন হোসেন প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মো: হাবিবুল্লাহ।