![](https://thikanatv.press/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সিরাজগঞ্জ প্রতিনিধি: সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে ও সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময় সিরাজগঞ্জে অনেক নেতাকর্মী আহত এবং অনেকে নিহত হয় এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময় সুমন কে হত্যা করা হয়,সুমনের পিতা গঞ্জের আলী বাদি হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন। সুমন হত্যার মামলার আসামী লিমন কে তার বাসা থেকে আটক করে সিরাজগঞ্জ থানা পুলিশ। জাহার মামলা নং, জি আর, ৫২৯/২৪
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর)তাকে আদালতে হাজির করা হয় বাদী এবং আসামী পক্ষের ২০ মিনিট সুনানীর চলাকালীন বাদী পক্ষের আইনজীবীরা আসামীর ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে আদালতে কাছে,কিনতু দীর্ঘক্ষণ শুনানের পরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতের বিচারক মোঃ রাসেল মাহমুদ তার দুই দিনের রিমান্ড মনজুর করেন।
সিরাজগঞ্জে ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সুমন হত্যার মামলার আসামি লিমনের পিতা অ্যাডভোকেট হামিদুল ইসলাম জাতীয়তাবাদী সিরাজগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও চোহালি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদে আছে বলে জানা যায়।