সিরাজগঞ্জে বালুর টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ৮

সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীর বালু বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ উভয় পক্ষের প্রায় ৮ জন আহত হয়েছে। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর)। সন্ধ্যার আগে উপজেলার সদর ইউনিয়নের সিংড়াবাড়ী এলাকায় দুপক্ষের সংঘর্ষের এ ঘটনা ঘটে।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, বিএনপি সমর্থিত সিংড়াবাড়ি এলাকার মুন্না আহম্মেদ, পারভেজ সেখ, হৃদয় সেখ, ফজলে রাব্বী ও উষা বেগম। এ ঘটনায় তিনজন কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, যমুনা নদীতে জেগে ওঠা চর থেকে বালু সংগ্রহ করে উপজেলা সিংড়াবাড়ী এলাকায় ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং প্রকল্পের কাজ চলছে। এ কাজে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান বালু সংগ্রহ করে জিওব্যাগে ভরছে। এতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলুর ছেলে মেহেদী হাসান সুমন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আশাদুল ইসলামের লোকজন ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতিদিন নৌকা প্রতি নির্দিষ্ট পরিমান চাঁদা নেন। ‘এচাঁদার টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছে।

চাঁদা নেওয়ার বিষয়টি অস্বীকার করে মেহেদী হাসান সুমন বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আশাদুল ইসলাম, গান্ধাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সুইট ও ছাত্রদল নেতা নবীনসহ কয়েকজন প্রতিদিন বালুর নৌকা প্রতি চাঁদা তোলেন। এ চাঁদা তুলতে নিষেধ করায় আমার মা উষা বেগমসহ পাঁচজনের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেন।

তবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশাদুল ইসলাম উল্টো অভিযোগ করে বলেন, সুমনকে চরের বালুর চাঁদা ও একক আধিপত্য বিস্তারে স্থানীয়রা বাধা দিলে এ হামলা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত)। কর্মকর্তা ডা. মোমেনা পারভীন বলেন, সন্ধ্যার পরে হাসপাতালে আহত অবস্থায় ৭ জন ভর্তি হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদের মধ্যে আশংকাজন হওয়ায় ১জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। নূরে আলম জানান, সংঘর্ষের এঘটনায় মেহেদী হাসান সুমন নামের একজন অভিযোগ দিয়েছেন। অভিযোগটি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

১৫/১২/২০২

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাবুল আক্তারের জা‌মিনের বিশেষ আবেদন না মঞ্জুর 

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে মিতু হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জা‌মিনের জন্য বিশেষ আবেদন না মঞ্জুর করেছেন আদালত। বৃহস্প‌তিবার (৮ আগস্ট’) চট্টগ্রাম‌ তৃতীয় অতিরিক্ত মহানগর

শাহজাদপুর পৌরসভা মেয়র পদে বিএনপি নেতা শামীমের আগাম প্রার্থীতা ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন শামীম নিজেকে শাহজাদপুর পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করেছেন।

‘যুগের পরিবর্তনে আধুনিক সম্পর্কের দৃষ্টি ভঙ্গিতেই কি বাড়ছে বিবাহবিচ্ছেদ’

ঠিকানা টিভি ডট প্রেস: সামাজিক একটি বন্ধন হচ্ছে বিয়ে। বিয়ের মাধ্যমে একটি বৈধ চুক্তিতে নারী-পুরুষ দুজন দাম্পত্য সম্পর্ক স্থাপন করে, কখনও পারিবারিক সম্মতিতে, আবার কখনওবা

দেশে আরও ১৫৩ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ১৫৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৪৩ জনই ঢাকা মহানগরীর বাসিন্দা। তবে এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর

ইসরায়েলে আবারও মুহুর্মুহু রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক: গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। সোমবার উপত্যকা থেকে ইসরায়েলে দফায় দফায় ওই রকেট হামলা

ডিসি অফিসের সামনে পরিবহন গ্রুপের সংঘর্ষ,হামলা কারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক পরিবহনের দুই গ্রুপের সংঘর্ষে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে