আপনার জানার ও বিনোদনের ঠিকানা

সিরাজগঞ্জে বঙ্গামাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালন 

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বঙ্গমাতা জীবন ও কর্ম সম্পর্কিত ড্রপডাউন ব্যানার প্রদর্শন, বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা সভা শেষে সদর উপজেলার অসহায়, অসচ্ছল ১৪ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা  হয় এবং ৮ জন অসহায় মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করা হয় জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয়ে ‘ডিসি গার্ডেন’ এর সন্মুখে বঙ্গমাতা  বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা ও অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এসময়ে অনুষ্ঠানে টিভি পর্দায়  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উপস্থিতিতে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন হতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২৩ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখা হয়। বিকেলে বিভিন্ন মসজিদ দোয়া ও মোনাজাত এবং মন্দির সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল  বিপিএম (বার) পিএম (বার), স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) গনপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি, মানব উন্নয়ন ও ব্যবস্থাপনা) মোঃ রায়হান কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি, সদর উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) এস.এম রকিবুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরাগ সাহা, রাশেদ হোসাইন , ইসরাত জাহান সহ অন্যান্যরা, জেলা ত্রাণ ও পূর্ণ বাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাংগ কুমার তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গাজী ইসহাক আলী তালুকদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, যুগ্ন-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, মুক্তিযুদ্ধ বিষয়ক কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা গাজী মোঃ সোহরাব আলী সরকার, বীরমুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, উপ-পরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক কানিজ ফাতেমা, প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ সহ অন্যান্যরা এবং  প্রিন্ট ও  ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের একাংশ উপস্থিত ছিলেন। জেলার  বিভিন্ন উপজেলায় ৭০ জন মহিলাকে সেলাই মেশিন এবং ৪০ জন মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই খবরও একই রকমের

তাড়াশে বোরিং করতে গিয়ে মিলেছে কয়লা খুনির সন্ধান

এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের নামা সিলেট গ্রামে কয়লা খুনির সন্ধান পাওয়া গেছে। ক্ষুদ্র সেচ যন্ত্রের পাইপ বোরিং

সুইডেনে কোরআন অবমাননাকারীর ফাঁসির দাবি

সুইডেনের রাজধানী স্টোকহোমে পবিত্র কোরআন পুড়িয়ে অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সম্মিলিত আলেম সমাজ। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির ফাঁসির দাবি জানিয়েছেন তারা। শুক্রবার (১৪ জুলাই)

উল্লাপাড়ায় ল্যাব অ্যাসিস্ট্যান্ট তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার 

জুয়েল রানা, উল্লাপাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তরুণীর লাশ উদ্ধার করেছে বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে গলায় ফাঁস দেয়া অবস্থায় সাদিয়া (২০) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

আধা ঘণ্টায় ১২ কেজির শিঙাড়া খেতে পারলে লাখ টাকা পুরস্কার!

শিঙাড়া খেতে কার না পছন্দ! সকালে কিংবা সন্ধ্যার নাশতায় গরম গরম শিঙাড়ার জুড়ি মেলা ভার। এক বসায় চার-পাঁচটি শিঙাড়া খাওয়া অনেকের কাছে কোনো ব্যাপারই না।

মহানবী (স.) এর ব্যাঙ্গচিত্র আঁকা সেই শিল্পী সড়ক দুর্ঘটনায় নিহত

মহানবী হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে ব্যাঙ্গচিত্র আঁকা সেই সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সিভিলিয়ান পুলিশের একটি গাড়িতে সফর করার সময় সুইডেনের দক্ষিণাঞ্চলীয়

যারা ঘৃণা করে তাদের অধিকাংশই আমার লেখা পড়েনি: তসলিমা নাসরিন

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিষয়ে নিজের মতামত তুলে ধরেন। কখনো তা সমসাময়িক ঘটনা নিয়ে, কখনো নিতান্তই ব্যক্তিগত। সবশেষ ফেসবুকে দেওয়া এক