নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে পিকআপ ভ্যান উল্টে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
রোববার (৭ এপ্রিল’) মধ্যরাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে দুর্ঘটনাটি ঘটে। নিহত নারীর নাম রেহানা খাতুন। তবে তার পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের নিয়ে ঢাকা থেকে লালমনিরহাটগামী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান মধ্যরাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ব গার্ডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রেহানা থাতুন নামে এক নারী শ্রমিক নিহত হন।
তিনি আরও বলেন, এ ঘটনায় নারী ও শিশুসহ আরও ১৫ জনের মতো আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’