সিরাজগঞ্জে চুল কাটতে বলায় মারধর, ১১ মাস অজ্ঞান থাকার পর সেই বৃদ্ধের মৃত্যু

উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ মাস আগে বাড়ির ওপরে আড্ডা দিতে ও অসংলগ্ন কথা বলতে নিষেধ করা এবং বড় চুল কাটতে বলেন মানুদাকান্ত লাহিড়ী (৬২) নামে এক বৃদ্ধ। এরপর এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠে মশিউর রহমান ও তার দুই ছেলের বিরুদ্ধে। তারপর থেকে দীর্ঘ ১১ মাস হলো অজ্ঞান অবস্থাতেই ছিলেন বৃদ্ধ মানুদাকান্ত। অবশেষে গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান ও মানুদাকান্তর ভাতিজা তুষার কান্ত লাহিড়ী। শুরু থেকেই ১১ মাস ধরে কাকার সঙ্গে হাসপাতালেই ছিলেন তুষার কান্ত লাহিড়ী।

নিহত মানুদাকান্ত লাহিড়ী (৬২) উপজেলার কৈজুরী ইউনিয়নের জামিরতা গুধিবাড়ী গ্রামের মৃত লক্ষীকান্ত লাহিড়ীর ছেলে। অভিযুক্তরা হলেন—একই গ্রামের মশিউর রহমান (৪৫) ও তার দুই ছেলে আবির রহমান (২৫) ও নিবির রহমান সনি (২২)।

এর আগে মারধরের ঘটনায় মানুদাকান্ত লাহিড়ীর স্ত্রী সান্ত্বনা লাহিড়ী বাদী হয়ে শাহজাদপুর থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এখন মানুদাকান্তর মৃত্যুর বিষয়টি অবগত করে এই মামলার সঙ্গে ৩০২ (হত্যাকাণ্ড) যোগ করার জন্য আদালতে আবেদন জমা দিয়েছে পুলিশ।

মামলার এজাহার ও নিহতের ভাতিজা তুষার কান্ত লাহিড়ীর সঙ্গে কথা বলে জানা যায়, একই গ্রামের মশিউর রহমানের ছেলে আবির রহমান ও নিবির রহমান সনি চলতি বছরের ১৬ জানুয়ারি মানুদাকান্তর বাড়ির সামনে আড্ডা দিচ্ছিলেন এবং অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। এ সময় মানুদাকান্ত লাহিড়ী তাদের এসব করতে বারণ করেন এবং চুল বড় থাকায় চুল কাটতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে আবির ও সনির বাবা মশিউর রহমান মানুদাকান্তকে মোবাইলে কল করে জরুরি কথা আছে বলে তাদের বাড়ির সামনে ডেকে নেন।

মানুদাকান্ত সরল বিশ্বাসে সেখানে গেলে মশিউর রহমানের নির্দেশে তার দুই ছেলে আবির ও সনি তাদের সহযোগী কয়েকজন বখাটে যুবকসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মানুদাকান্ত লাহিড়ীর ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। একপর্যায়ে মানুদাকান্তের নাক-মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হলে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলেন। পরে তাকে ঢাকার ধানমন্ডির শংকরে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

তুষার কান্ত লাহিড়ী বলেন, আমরা সেদিন রাতেই কাকাকে বগুড়া থেকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নিয়ে ভর্তি করি। যেহেতু মারধরে তার মাথার খুলিও ভেঙে গিয়েছিল তাই সেখানে তার মাথার গুরুতর অস্ত্রোপচারের পরে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে ওখানেই ভর্তি রাখা হয়েছিল। এরপর যখন আমরা আর খরচ যোগাতে পারছিলাম না এবং জ্ঞানও ফিরছিল না তখন সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করি। ২৮ ফেব্রুয়ারি রাত থেকে গতকাল ১৩ ডিসেম্বর সকাল পর্যন্ত তিনি সেখানেই অজ্ঞান অবস্থায় ভর্তি ছিলেন। এই ১১ মাস আমি ও তার ছেলে তনয় লাহিড়ী কাকার সঙ্গে হাসপাতালেই ছিলাম। তুষার বলেন, আমাদের অনেক সম্পদের ক্ষতি করে ৪৫ থেকে ৫০ লাখ টাকা আমরা তার চিকিৎসার পেছনে খরচ করে নিঃস্ব হয়ে গেছি তবুও কাকাকে বাঁচাতে পারলাম না। এমনকি মৃত্যুর আগ পর্যন্ত তার জ্ঞানই ফিরলো না। এরপর গতকাল ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তরের পরে রাতে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলেও জানান তুষার।

তুষার আরও বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা হওয়ার পরে তারা প্রথমে পালিয়ে ছিলেন। এরপর তারা উচ্চ আদালত থেকে অগ্রিম জামিন নেন। অগ্রিম জামিনের মেয়াদ শেষ হলে তারা সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তারা ১৮ দিন জেল হাজতে থাকার পরে আবার উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে বিষয়টি মীমাংসার জন্য আমাদের বারবার বলতে থাকেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, তিনি মারা যাওয়ার পরে বিষয়টি শাহজাদপুর থানা পুলিশকে অবগত করলে শাহজাদপুর থানা পুলিশের তথ্যমতে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরে শেষকৃত্যের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ভিকটিমের মৃত্যুর বিষয়টি আদালতকে অবগত করা হয়েছে এবং এই মামলার সঙ্গে ৩০২ (হত্যাকাণ্ড) যোগ করার জন্য আবেদন করা হয়েছে। নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়া বিভিন্ন সময় আটক হওয়া ১২ জন বাংলাদেশিসহ মোট ১৯১ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। জোহর রাজ্যের অভিবাসন বিভাগ জানিয়েছে, তাদের সাজার মেয়াদ

একদা ক্ষমতাবান, এখন অপাংক্তেয়

নিজস্ব প্রতিবেদক: এক সময় তারা প্রচণ্ড ক্ষমতাবান ছিলেন। তাদের কথায় অনেক কিছুই হতো। আওয়ামী লীগে তাদেরকে অত্যন্ত সমীহ করে চলা হত। এমনকি বড় বড় নেতারাও

বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টারনেটে কোথাও ধীরগতি, কোথাও ফোর-জি বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক: চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের মধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মোবাইল ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়ার কথা জানিয়েছেন ব্যবহারকারীরা।

ইউক্রেনে রাশিয়ার জোড়া ক্ষেপণাস্ত্র হামলা, নিহত’ ২০

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বন্দর নগর ওডেসায় রুশ বাহিনীর জোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৭৩ জন। আহতদের মধ্যে বেশ

ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত’ ৭

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের সদর উপজেলা আলালপুরে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ

শনিবার চার বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস

নিউজ ডেস্ক: দেশে মৌসুমি বায়ু প্রবেশ করেছে। মৌসুমি বায়ুর প্রভাবে আকাশ মেঘলা থাকলেও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, যা চলতে পারে আরও দুইদিন। আবহাওয়া অধিদপ্তর বলছে,