জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের দাদনপুর এলাকায় জুরান মহরীর ছেলে বুলবুল ইসলামের বাসার গৃহকর্মী ১৪ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ায় দাদনপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী ঐ গৃহকর্মীর পরিবার সলঙ্গা থানায় বুলবুল ইসলামের ছেলে আবু জর (১৫) এর নামে মামলা দায়ের করেছে।
এলাকাবাসী জানায়, সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের দাদনপুর এলাকার আলম চেয়ারম্যানের স্ত্রীর বড় ভাই বুলবুলের বাসায় অসহায় ঐ কিশোরী দীর্ঘদিন ধরে গৃহকর্মীর কাজ করে আসছে। হঠাৎ কিশোরীর পরিবার লক্ষ্য করেন মেয়েটি অন্তঃসত্ত্বা। পরে মেয়েটিকে জিগ্যাসাবাদ করলে বুলবুলের ছেলে আবু জরের ধর্ষনে গর্ভবতী হয়েছে বলে জানায়।
এ নিয়ে একাধিক দেনদরবার হওয়ার পর রবিবার সন্ধ্যায় সলঙ্গা থানায় ভুক্তভোগীর পরিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অন্তঃসত্ত্বা ঐ কিশোরীর পরিবারের পক্ষ থেকে জানায়, দীর্ঘদিন ধরে বুলবুলের কাজ করে আসছিল মেয়েটি। বেশ কিছুদিন হলো মেয়েটির পেট ফুলা ভাব দেখে জিগ্যেসাবাদে বেরিয়ে আসে আবু জরের ধর্ষনে গর্ভবতী হয়েছে বলে জানায় ঐ কিশোরী।
বুলবুল আহমেদ জানান, আমার বাসায় কাজ করেছে মেয়েটি এখন বলছে আমার ছেলের ধর্ষণে গর্ভবতী হয়েছে। কিন্তু আমার ছোট ছেলের কথা বলছে সে তো ক্লাস ৭ এর ছাত্র। আমরা বিষয়টি মিমাংসার চেষ্টা করছি।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে.এম রবিউল ইসলাম জানান, মেয়েটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রকিয়াধীন রয়েছে।’