আজ সোমবার ,২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৫ই রমজান, ১৪৪৪ হিজরি (বসন্তকাল)

রাত ১২:৪৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন এর সাথে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃস্পতিবার (১৩ অক্টোবর)সকালে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ প্রফেসর মেরিনা জাহান কবতা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরুলোদী, শাহজাদপুর সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত,মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা প্রমূখ।

এ মতবিনিময় সভায় শাহজাদপুরের বিভিন্ন কর্মকান্ড ও উন্নয়ন মূলক কাজের ব্যাপারে আলোচনা করা হয়। এ
সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, শাহজাদপুরের উন্নয়নমূলক কাজের ধারা অব্যাহত রাখতে তিনি কাজ করে যাবেন।

সর্বশেষ খবরঃ

আপনার জন্য আরো খবর

উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে