আপনার জানার ও বিনোদনের ঠিকানা

সিরাজগঞ্জের যুবকসহ ভারতীয় সেই গৃহবধূ গ্রেপ্তার।

সাব্বির মির্জা সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রেমের টানে স্বামী-সন্তান রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছুটে এসে বিয়ে করা ভারতীয় নারী নার্গিসা বেগম (৩০) ও তার বাংলাদেশি স্বামী জুয়েল সরকারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। নার্গিসার ভারতীয় স্বামী মীর ফজলুর রহমানের মামলার প্রেক্ষিতে মঙ্গলবার (১ আগস্ট) সকালে উপজেলার বালসাবাড়ী গ্রামের দাঁদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে চলতি বছরের গত ৩০ জুলাই নার্গিসা ও জুয়েলের বিরুদ্ধে মামলা করেন নার্গিসার প্রথম স্বামী মীর ফজলুর রহমান।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ভারতে স্বামী সন্তান রেখে তথ্য গোপন করে বাংলাদেশে এসে প্রেমিককে বিয়ে করেন নার্গিসা। তার প্রথম স্বামী ভারতীয় নাগরিক মীর ফজলুর রহমানের করা প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় নার্গিসা ও জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। নার্গিসার বিরুদ্ধে তার ভারতীয় স্বামী মীর ফজলুর রহমানের সঙ্গে বৈবাহিক সম্পর্ক রেখেই বাংলাদেশের প্রেমিক জুয়েল রানাকে বিয়ে করার অভিযোগ রয়েছে। এছাড়াও তার ভারতীয় স্বামীর নিকট থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালিয়ে আসার অভিযোগে মামলা রয়েছে।

সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর বলেন, নার্গিসার স্বামী ভারতীয় নাগরিক মীর ফজলুর রহমান তার স্ত্রী ও স্ত্রীর বর্তমান স্বামীর বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও তিনি এখানে আসলে তাকে ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। সেই মামলাতেই নার্গিসা ও জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্রে প্রেমের টানে ফজলুর রহমান ও ৮ বছরের শিশু সন্তান জিসানকে ছেড়ে ভারত থেকে পালিয়ে জুয়েলের কাছে আসেন নার্গিসা। স্বামী ও সন্তানের কথা গোপন করে তিনি চলতি বছরের ১ জুন জুয়েলকে বিয়ে করেন। জুয়েল তার চেয়ে ৫ বছরের ছোট। বাংলাদেশে এসে নার্গিসা নিজেকে নাইসা মল্লিক নামে পরিচয় দেন। জুয়েল দাদপুর গ্রামের ইরান সরকারের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই খবরও একই রকমের

প্রিয়াঙ্কা যেখানে সাধারণ মানুষের মতোই

বড় বড় তারকাদের সাথে সাধারণ মানুষের জীবনে আকাশ-পাতাল পার্থক্য থাকে। তবে কেউ যত বড়ই হন না কেন সাধারণের কাতারে নেমে যেতে পারেন অবলীলায়। তেমন একজন

তাড়াশে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকে নির্মাণ কাজে অনিয়ম

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণ কাজে নিম্নমানের খোয়া, বালু ও নামমাত্র

পেশার মর্যাদা রক্ষায় দায়বদ্ধতামূলক সাংবাদিকতা করতে হবে। বিএমএসএফ

নিজস্ব প্রতিনিধি ১৫ জুলাই,২০২৩: পেশার মর্যাদা রক্ষায় দায়বদ্ধতামূলক সাংবাদিকতা করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন,

শাহজাদপুরে কোরআন শিক্ষা দিতে গিয়ে গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় আটক মসজিদের ইমাম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের টেটিয়ারকান্দা গ্রামে আনছার আলীর বাড়িতে হাফেজ আব্দুল হান্নান নামে এক মসজিদের ইমাম জামাল হোসেনের স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় জনতার হাতে

ভোট দিতে ‘অনীহা’ আওয়ামী লীগের সমর্থকদের

প্রতিযোগিতা নেই বলে অনেকে যান না কেন্দ্রে  • জয় নিশ্চিত জেনে এমন অনীহা  • এই প্রতিক্রিয়া জাতীয় নির্বাচনে পড়তে পারে  • বিএনপি আসলে আ.লীগের ভোটাররাও

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩২৩

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন