আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিংমলে গুলি এবং ছুরিকাঘাতে অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে বন্ডি জাংশন শপিং সেন্টারে এই হামলা ঘটে। খবর বিবিসি
পুলিশ জানায়, শপিংমলটির অবস্থান সিডনির ওয়েস্টফিল্ড এলাকায়। হামলার পর পুলিশ শপিংমলটির আশপাশের এলাকায় যান চলাচল সীমিত রাখার পদক্ষেপ নিয়েছে।
ঘটনার পর এক সংবাদ সম্মেলনের সহকারী কমিশনার অ্যান্থনি কুক বলেন, নয় জনকে ছুরিকাঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে’।
বিবিসি জানায়, একজন পুরুষ একটি ছুরি নিয়ে এই হামলা চালায়, তাকে থামাতে পুলিশকে গুলি চালালে হামলাকারীও নিহত হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নিউজকে বলেন, আমরা হঠাৎ দেখলাম একজন ব্যক্তি তাড়াহুড়ে করে শপিংমলে ঢুকে এক নারীর দিকে দৌড়ে গেল। ওই নারীর সঙ্গে একটি শিশুও ছিল। তারপরও ওই ব্যক্তি ফের দৌড়ে সামনে এগিয়ে যায়।
তারা বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ওই নারী ও শিশুর কাছে ছুটে গিয়ে দেখলাম, তারা গুরুতর আহত হয়েছেন। নিজেদের শার্ট ছিড়ে তাদের রক্তপাত থামানোর প্রাথমিক চেষ্টা করেছিলাম। পরে জানা গেছে, আহত ওই নারী ও শিশু মারা গেছেন।’