সাবেক ভিসির বাসভবনে মিলল গুচ্ছ ভর্তি পরীক্ষার ওএমআর শিট

নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি)। অধ্যাপক ড. সৌমিত্র শেখরের ব্যক্তিগত শয়নকক্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার একাধিক ওএমআর শিটের সন্ধান মিলেছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরুর আগেই সাবেক উপাচার্যকে নিয়ম বহির্ভূতভাবে এসব ওএমআর শিট দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরুর আগে প্যাকেজিংয়ের সময় সাবেক উপাচার্য ড. সৌমিত্র শেখরের কাছে এবং ভিসি দপ্তরে ২০টিরও অধিক ওএমআর শিট দেওয়া হয়। সংশ্লিষ্ট কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের যাবতীয় সরঞ্জামাদি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার ব্যক্তিগত শয়নকক্ষে সন্ধান মেলে একাধিক ওএমআর শিট, শিক্ষক-কর্মকর্তা নিয়োগের নথিপত্র এবং প্রার্থীদের তালিকা।’

গত ১৭ অক্টোবর ভিসি বাংলো থেকে সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের যাবতীয় সরঞ্জামাদি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার ব্যক্তিগত শয়নকক্ষে সন্ধান মেলে একাধিক ওএমআর শিট, শিক্ষক-কর্মকর্তা নিয়োগের নথিপত্র এবং প্রার্থীদের তালিকা। এগুলো সংরক্ষণ করে রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

উপাচার্যের কাছে এ ওএমআর শিট পৌঁছে দেওয়ার অভিযোগ উঠেছে খোদ প্যাকেজিং কমিটির সদস্য সচিব মাসুদ রানার বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক প্যাকেজিং কমিটির একাধিক সদস্য জানান, কমিটির সদস্যরা শুধু রুমপ্রতি ওএমআর প্যাকেজিং করতেন। বাকি যাবতীয় হিসাব রাখতেন মাসুদ রানা।

তিনি একদিন এসে উপাচার্যের কথা বলে ওএমআর নিয়ে গেছেন। পরীক্ষার হল থেকে ফেরত আসা ওএমআরগুলো কোথায়, সেগুলোর তথ্যও কারো কাছে নেই বলে তারা জানিয়েছেন।’

ভিসির বাসভবনে ওএমআর পাওয়ার বিষয়ে সদস্য সচিব মাসুদ রানা বলেন, ‘আমি এটি জানি না। আমাদের কাজ হলো ওএমআর নিয়ে রুমপ্রতি ভাগ করে দেয়া। যেসব ওএমআর অব্যবহৃত থাকে, সেগুলো একসাথে সেন্ট্রালে পাঠানো হয়। আমার কাছে এর কোনো হিসাব নেই।’

এদিকে ২০টি নয় বরং তিন থেকে চারটি ওএমআর কন্ট্রোল রুমে দেওয়ার কথা স্বীকার করেছেন সংশ্লিষ্ট কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোল্লা আমিনুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)। অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে প্রশাসন অবগত রয়েছে। ভিসি বাংলো থেকে পাওয়া সাবেক উপাচার্যের অফিসিয়াল নথিপত্র সংরক্ষিত রাখা আছে। বিষয়টি প্রমাণসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা ন্যাক্কারজনক। গুচ্ছ ভর্তি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতেই বিষয়টি তদন্ত করে যাবতীয় ব্যবস্থা নেওয়া উচিৎ।’

এ প্রসঙ্গে কথা বলতে অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে বিষয়টি এড়িয়ে যান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ রায়গঞ্জে কলেজ শিক্ষকের নামে ক্লাস না করেই বেতন উত্তোলনের অভিযোগ 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূগোল বিভাগের প্রভাষক ঝর্ণা খাতুনের নামে ক্লাস না করে বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার লক্ষিকোলা বেগম নূরুন নাহার তর্কবাগীশ অর্নাস কলেজে

রায়গঞ্জে পরিত্যাক্ত গণশৌচাগার, ভোগান্তিতে সাধারণ মানুষ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে প্রয়োজনের তুলনায় গণশৌচাগার অপ্রতুল থাকায় গ্রাম-অঞ্চল থেকে সেবা নিতে আসা সাধারণ মানুষকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বেগ

ইমিগ্রেশন সম্পন্ন আজহারীর, প্রবেশ করেছেন মালয়েশিয়ায়

নিজস্ব প্রতিবেদক: আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। শনিবার ভোরে বিষয়টি নিশ্চিত করেন আজহারীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মুরাদ।

সাংবাদিকতাই তো নেই, সংস্কার কীসের?

ঠিকানা টিভি ডট প্রেস: দেশে তো সাংবাদিকতাই নেই, সংস্কার কীভাবে হবে- এমন জটিল প্রশ্ন অস্বাভাবিক নয়। একান্ত ব্যক্তিগত পর্যবেক্ষণে বলতে পারি, নব্বইয়ের আগে সময়ের প্রয়োজনে

‘অজানা কারণে পাকিস্তান এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি’

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেছেন, অজানা কারণে পাকিস্তান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি। যদিও ফ্রান্স এবং জাপানের মতো অনেক

আ’লীগের বিচার ও সংস্কারের পরে নির্বাচন হলে আপত্তি নেই হেফাজতের

নিজস্ব প্রতিবেদক: বিএনপির লিয়াজোঁ কমিটির উদ্যোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে করেছে বিএনপি। শনিবার (০৫ এপ্রিল), রাত ৮টায় গুলশানে চেয়ারপারসন অফিসে বৈঠকে বসেন