নিজস্ব প্রতিবেদক: খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য সিরাজগঞ্জের চৌহালীতে ৭টি ইউনিয়নে ১৪জন ডিলার নিয়োগ চূড়ান্ত হয়েছে। এর তালিকা সংগ্রহ করে দেখা গেছে, নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে সাবেক সিরাজগঞ্জ-৫ আসেনর সাংসদ আবদুল মমিন মন্ডল এমপির কনিষ্ঠ উপজেলার উমারপুর ইউনিয়নের শৈলজানা গ্রামের আওয়ামী লীগ নেতা আবদুর রউফ ব্যাপারী। ইতিমধ্যে সাবেক এমপি মমিন মন্ডলের সাথে আ”লীগ নেতা রউফ ব্যাপারীর ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সিরাজগঞ্জের চৌহালীতে ৭টি ইউনিয়নে ১৪ জন ডিলারের পদশুন্য হয়।তারই ধারাবাহিকতায় একাধিক আবেদন পড়ে। গত রোববার যাচাই-বাছাই করে ৭ ইউনিয়নে ১৪জন ডিলার নিয়োগ চুড়ান্ত করা হলেও। পরবর্তী অনিয়মের অভিযোগ উঠলে আর ৫ জন অতিরিক্ত ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে চৌহালী
উপজেলার (অতি:) খাদ্য কর্মকর্তা ফাহাদ ইবনে সালাম বলেন, ইউএনওকে সভাপতি ও উপজেলা খাদ্য কর্মকর্তাকে সদস্যসচিব করে প্রতিটি উপজেলায় ডিলার নিয়োগ কমিটি রয়েছে। তাঁরাই ডিলার নিয়োগ দিয়েছেন। কোনো ডিলারের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে। এদিকে আ’লীগ নেতা রউফ ব্যাপারী ডিলার বাতিল দাবি জানিয়েছে উপজেলাবাসী।