নিজস্ব প্রতিবেদক: সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এ কে এম শহিদুল হককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।’
পুলিশ সূত্র জানায়, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ৫ আগস্ট থেকে সপরিবারে সেনানিবাস এলাকায় ছিলেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে সাবেক আইজিপি এ কে এম শহিদুল হককে উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্য বিরোধের ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই আইজিপির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা হয়েছে।’