গরিবপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মোঃ আজিজুর রহমান কয়েক মাস আগে ভালোবেসে বিয়ে করে বেড়গোবিন্দপুর গ্রামের সরদার পাড়ার আব্দুস সবুর এর মেয়ে সাদিয়া ইয়াসমিন তুলিকে। বলাবাহুল্য, তারা পরিবারের সম্মতি না নিয়ে নিজেরাই বিয়ে করেছিল। স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য ছিলো কিন্তু তারা মামলা মোকদ্দমা বা অন্য কোন ঝামেলায় জড়ায়নি। দুইএক মাসের মধ্যেই দুই পরিবারের সম্পর্ক মোটামুটি স্বাভাবিক হয়ে যায এবং যাওয়া-আসা চলতে থাকে। বলা যায় তারা সুখে শান্তিতেই ছিল।
এরপর মেয়েটি অন্তঃসত্ত্বা হয়, তার গর্ভে ছিল পাঁচ মাসের সন্তান। কিছুদিন আগে সাদিয়ার বাবা-মা গরীবপুর গ্রামে এসে তাকে বাবার বাড়ি, বেড়গোবিন্দপুর নিয়ে যায়। উল্লেখ্য, বাবার বাড়ি যাওয়ার সময় মেয়েটির সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিল। হটাৎ করে আজকে বিকেলে (রবিবার) জানা যায়, সাদিয়া রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছে।
ধারণা করা হচ্ছে অপচিকিৎসার মাধ্যমে গর্ভপাত ঘটাতে গিয়ে তাকে এই যন্ত্রণাদায়ক মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে এবং কেড়ে নেয়া হয়েছে নিষ্পাপ দুটি প্রাণ। তারা দাবি করেন, ঘটনা যাই ঘটুক না কেন প্রশাসন যেন বিষয়টিকে এড়িয়ে না যায়। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে। এবং তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে তাকে যেন সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করে। এত বড় নিষ্ঠুর ও অমানবিক আচরণ কোনভাবেই মেনে নেয়া যায়না।