সরকারের প্রথম ছয় মাসে অনুজ্জ্বল মন্ত্রীরা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকার টানা চতুর্থবারের মতো দায়িত্ব গ্রহণ করে ছয় মাস সময় অতিবাহিত করল। এই ছয় মাস সময় ছিল নির্বিঘ্ন। নতুন মন্ত্রিসভার সদস্যদের সবাই যে ভালো কাজ করতে পেরেছেন এমনটা নয়। এই ছয় মাসে অনেক মন্ত্রী ছিলেন সপ্রতিভ এবং তারা নতুন কিছু করতে চেয়েছেন। আবার অনেকে ছিলেন একেবারেই ম্রিয়মাণ অনুজ্জ্বল।’

যে সমস্ত মন্ত্রীদেরকে গত ছয় মাসে সক্রিয় দেখা যায়নি তাদের মধ্যে রয়েছেন-

১. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন টানা দ্বিতীয়বারের মতো শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। কিন্তু দ্বিতীয়বারের মতো শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে তিনি নিজেকে উজ্জ্বলভাবে উপস্থাপন করতে পারেননি। বরং স্থানীয় রাজনীতির ক্ষেত্রে নানারকম বিতর্কে জড়িয়ে তিনি নিজেই একটি বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছিলেন। শিল্প মন্ত্রণালয়কে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসাবে টেনে তোলার ক্ষেত্রে তার ভূমিকা এখন পর্যন্ত দৃশ্যমান নয়।

২. ড. মো. আব্দুস শহীদ

কৃষিমন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে। দীর্ঘদিন ধরে রাজনীতিতে অভিজ্ঞ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে নতুন ধারার সূচনা করবেন এমনটাই প্রত্যাশিত ছিল। বিশেষ করে এই মন্ত্রণালয়টি আওয়ামী লীগের হৃদপিণ্ড হিসাবে বিবেচিত হয়। অতীতে বেগম মতিয়া চৌধুরী এবং ড. আব্দুর রাজ্জাক এই মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে কৃষি খাতকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন।

বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তার একটি প্রধান উৎস হলো কৃষির উপর গুরুত্ব আরোপ করা এবং কৃষি খাতকে এগিয়ে নিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। তবে কৃষিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে আব্দুস শহীদকে আড়ষ্ট-ইতস্তত লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগের আগের কৃষি মন্ত্রীদের মতো মন্ত্রণালয়ের উপর তার পুরোপুরি দখলও লক্ষণীয় নয়। বিভিন্ন ক্ষেত্রে তিনি এখন পর্যন্ত খোলস ছেড়ে বেরোতে পারেননি।

৩. আব্দুস সালাম

আব্দুস সালামকে এবার দায়িত্ব দেওয়া হয়েছিলো পরিকল্পনা মন্ত্রী হিসেবে। কিন্তু দায়িত্ব নিয়ে অসুস্থতাজনিত কারণে তিনি সপ্রতিভভাবে নিজেকে উপস্থাপন করতে পারেননি। সরকারের জন্য অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে তাকে যেভাবে সক্রিয় দেখার কথা ছিল তেমনটি সক্রিয় তিনি হতে পারেননি। তবে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অত্যন্ত তৎপর। আর এ কারণেই শেষ পর্যন্ত পরিকল্পনা মন্ত্রণালয় এখন পর্যন্ত ভালো কাজ করে যাচ্ছে।

৪. আ ক ম মোজাম্মেল হোসেন

আ ক ম মোজাম্মেল হোসেন আওয়ামী লীগ সরকারের জ্যেষ্ঠতম মন্ত্রী। প্রধানমন্ত্রীর পরেই ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে তার অবস্থান রয়েছে। কিন্তু টানা দ্বিতীয়বারের মতো মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হয়ে আ ক ম মোজাম্মেলকে তেমন কোনও সক্রিয় তৎপরতার মধ্যে দেখা যাচ্ছে না। বরং নিজেকে গতবারের চেয়ে তিনি বেশ খানিকটা গুটিয়ে নিয়েছেন।’

৫. ইয়াফেস ওসমান

ইয়াফেস ওসমান টানা তৃতীয়বারের মতো মন্ত্রী হয়েছেন। দীর্ঘ মেয়াদে মন্ত্রী থাকার এক নতুন রেকর্ড করেছেন। কিন্তু অন্য দুবার যেমন তিনি নিষ্প্রভ, নিষ্ক্রিয়, পর্দার আড়ালে ছিলেন; এবারও তিনি সেই একই পন্থা অবলম্বন করছেন। তাকে খুব একটা দেখা যাচ্ছে না। শুধু রাজনৈতিক বিষয় নয়, এমনকী মন্ত্রণালয়ের বিষয়েও তিনি পর্দার আড়ালেই থাকছেন।

৬. নাজমুল হাসান

নাজমুল হাসান প্রথমবারের মতো এবার যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। অনেকে প্রত্যাশা করেছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের একটি নতুন যুগের সূচনা করবেন। তবে বাস্তবে এমনটি হচ্ছে না। বরং বাংলাদেশের ক্রিকেটের উপর্যুপরি ব্যর্থতাসহ নানারকম ঝুট ঝামেলার কারণে নাজমুল হাসান অনুজ্জ্বল মন্ত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন নিজেকে।

৭. ডা. দীপু মনি

ডা. দীপু মনি শিক্ষামন্ত্রী থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে একেবারে আড়ষ্ট এবং গুটিয়ে থাকা মন্ত্রী হিসাবে দেখা যাচ্ছে। এই মন্ত্রণালয়টি নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মন্ত্রণালয়ে অনেক কাজ করার আছে। কিন্তু মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করার পর এখন পর্যন্ত তাকে তার মন্ত্রণালয়কেন্দ্রিক উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দাবা খেলতে খেলতে মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডের খেলায় শুক্রবার (৫ জুলাই’) গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ম্যাচ ছিল গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের। নির্ধারিত সময়েই শুরু হয়

স্ত্রীর মৃত্যুর কতদিন পর বিয়ে করা যায়-গুগল সার্চ, অতঃপর…..

ঠিকানা টিভি ডট প্রেস: চার মাস ধরে খোঁজ মিলছিল না ২৮ বছর বয়সী মমতা কাফলের। স্ত্রী নিখোঁজের ঘটনায় থানায় গিয়ে অভিযোগ জানান তার স্বামী নরেশ

হিজাব বাধ্যতামূলক নিয়ে কোনো বক্তব্য দেননি ঢাবির নতুন ভিসি

নিজস্ব প্রতিবেদক: হিজাব বাধ্যতামূলক করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান-এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তথ্যটি ভুয়া বলে জানিয়েছে

রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতোই চাপ

বিস্ফোরক মামলায় বিডিআর সদস্যদের সাক্ষ্যগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকার পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক বিডিআর সদস্যদের সাক্ষ্যগ্রহণ চলছে। সোমবার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে এই

প্রবল বর্ষণ এবং জোয়ারে তলিয়ে গেছে চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক: প্রবল বর্ষণ এবং জোয়ার একই সময় হওয়ায় তলিয়ে গেছে চট্টগ্রাম মহানগরের অধিকাংশ নিম্নাঞ্চল। গত বুধবার রাত থেকে গতকাল দিনভর কখনো থেমে কখনো মুষলধারে