সরকারের প্রথম ছয় মাসে অনুজ্জ্বল মন্ত্রীরা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকার টানা চতুর্থবারের মতো দায়িত্ব গ্রহণ করে ছয় মাস সময় অতিবাহিত করল। এই ছয় মাস সময় ছিল নির্বিঘ্ন। নতুন মন্ত্রিসভার সদস্যদের সবাই যে ভালো কাজ করতে পেরেছেন এমনটা নয়। এই ছয় মাসে অনেক মন্ত্রী ছিলেন সপ্রতিভ এবং তারা নতুন কিছু করতে চেয়েছেন। আবার অনেকে ছিলেন একেবারেই ম্রিয়মাণ অনুজ্জ্বল।’

যে সমস্ত মন্ত্রীদেরকে গত ছয় মাসে সক্রিয় দেখা যায়নি তাদের মধ্যে রয়েছেন-

১. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন টানা দ্বিতীয়বারের মতো শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। কিন্তু দ্বিতীয়বারের মতো শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে তিনি নিজেকে উজ্জ্বলভাবে উপস্থাপন করতে পারেননি। বরং স্থানীয় রাজনীতির ক্ষেত্রে নানারকম বিতর্কে জড়িয়ে তিনি নিজেই একটি বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছিলেন। শিল্প মন্ত্রণালয়কে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসাবে টেনে তোলার ক্ষেত্রে তার ভূমিকা এখন পর্যন্ত দৃশ্যমান নয়।

২. ড. মো. আব্দুস শহীদ

কৃষিমন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে। দীর্ঘদিন ধরে রাজনীতিতে অভিজ্ঞ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে নতুন ধারার সূচনা করবেন এমনটাই প্রত্যাশিত ছিল। বিশেষ করে এই মন্ত্রণালয়টি আওয়ামী লীগের হৃদপিণ্ড হিসাবে বিবেচিত হয়। অতীতে বেগম মতিয়া চৌধুরী এবং ড. আব্দুর রাজ্জাক এই মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে কৃষি খাতকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন।

বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তার একটি প্রধান উৎস হলো কৃষির উপর গুরুত্ব আরোপ করা এবং কৃষি খাতকে এগিয়ে নিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। তবে কৃষিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে আব্দুস শহীদকে আড়ষ্ট-ইতস্তত লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগের আগের কৃষি মন্ত্রীদের মতো মন্ত্রণালয়ের উপর তার পুরোপুরি দখলও লক্ষণীয় নয়। বিভিন্ন ক্ষেত্রে তিনি এখন পর্যন্ত খোলস ছেড়ে বেরোতে পারেননি।

৩. আব্দুস সালাম

আব্দুস সালামকে এবার দায়িত্ব দেওয়া হয়েছিলো পরিকল্পনা মন্ত্রী হিসেবে। কিন্তু দায়িত্ব নিয়ে অসুস্থতাজনিত কারণে তিনি সপ্রতিভভাবে নিজেকে উপস্থাপন করতে পারেননি। সরকারের জন্য অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে তাকে যেভাবে সক্রিয় দেখার কথা ছিল তেমনটি সক্রিয় তিনি হতে পারেননি। তবে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অত্যন্ত তৎপর। আর এ কারণেই শেষ পর্যন্ত পরিকল্পনা মন্ত্রণালয় এখন পর্যন্ত ভালো কাজ করে যাচ্ছে।

৪. আ ক ম মোজাম্মেল হোসেন

আ ক ম মোজাম্মেল হোসেন আওয়ামী লীগ সরকারের জ্যেষ্ঠতম মন্ত্রী। প্রধানমন্ত্রীর পরেই ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে তার অবস্থান রয়েছে। কিন্তু টানা দ্বিতীয়বারের মতো মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হয়ে আ ক ম মোজাম্মেলকে তেমন কোনও সক্রিয় তৎপরতার মধ্যে দেখা যাচ্ছে না। বরং নিজেকে গতবারের চেয়ে তিনি বেশ খানিকটা গুটিয়ে নিয়েছেন।’

৫. ইয়াফেস ওসমান

ইয়াফেস ওসমান টানা তৃতীয়বারের মতো মন্ত্রী হয়েছেন। দীর্ঘ মেয়াদে মন্ত্রী থাকার এক নতুন রেকর্ড করেছেন। কিন্তু অন্য দুবার যেমন তিনি নিষ্প্রভ, নিষ্ক্রিয়, পর্দার আড়ালে ছিলেন; এবারও তিনি সেই একই পন্থা অবলম্বন করছেন। তাকে খুব একটা দেখা যাচ্ছে না। শুধু রাজনৈতিক বিষয় নয়, এমনকী মন্ত্রণালয়ের বিষয়েও তিনি পর্দার আড়ালেই থাকছেন।

৬. নাজমুল হাসান

নাজমুল হাসান প্রথমবারের মতো এবার যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। অনেকে প্রত্যাশা করেছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের একটি নতুন যুগের সূচনা করবেন। তবে বাস্তবে এমনটি হচ্ছে না। বরং বাংলাদেশের ক্রিকেটের উপর্যুপরি ব্যর্থতাসহ নানারকম ঝুট ঝামেলার কারণে নাজমুল হাসান অনুজ্জ্বল মন্ত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন নিজেকে।

৭. ডা. দীপু মনি

ডা. দীপু মনি শিক্ষামন্ত্রী থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে একেবারে আড়ষ্ট এবং গুটিয়ে থাকা মন্ত্রী হিসাবে দেখা যাচ্ছে। এই মন্ত্রণালয়টি নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মন্ত্রণালয়ে অনেক কাজ করার আছে। কিন্তু মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করার পর এখন পর্যন্ত তাকে তার মন্ত্রণালয়কেন্দ্রিক উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন জেলায় কর্মরত ২৫ জন গণমাধ্যম কর্মী

সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন জেলায় কর্মরত ২৫ জন গণমাধ্যম কর্মী। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে আনুষ্ঠানিকভাবে নতুন

বৈষম্যবিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই: নাহিদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক

সিরাজগঞ্জে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

ভক্তের আচরণে বিব্রত অভিনেত্রী

তারকাদের বিভিন্ন শ্রেণির ভক্ত থাকবে, এটাই স্বাভাবিক। অনেক সময় তাদের আবদার মেটাতে অনেক কিছুই করে থাকেন তারকারা। সেই আবদার মেটাতে গিয়ে মাঝেমধ্যে আবার অস্বস্তিকর পরিবেশের

বিএমএসএফ’র নাম লোগো ব্যবহারে ৭জনের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফের নাম,পদবী, ঠিকানা ও লোগো ব্যবহারে ৭জনের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এরা হলেন সংগঠনের

ফার্মগেটে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেইটের মানসী প্লাজা নামে একটি ভবনের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আজ শনিবার (২৩