ঠিকানা টিভি ডট প্রেস: ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট আজ বৃহস্পতিবার পেশ করবেন অর্থমন্ত্রী। গতবারের বাজেটে ৫ শতাংশ প্রণোদনা পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। এবারের বাজেটেও সরকারি চাকরিজীবীরা সেই ৫ শতাংশ প্রণোদনা পেতে পারেন। অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এ বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
তারা বলেন, এবারও বাজেটেও ৫ শতাংশ প্রণোদনা পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটি অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি আছে। এ নিয়ে নেতিবাচক আলোচনা বা এটি অব্যাহত না রাখার আলোচনা নেই বললেই চলে। সবকিছু ঠিক থাকলে ও প্রধানমন্ত্রী অনুমোদন করলে এটি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের পরে গত বছরের ১৮ জুলাই সরকারের এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, চাকরিরত কর্মকর্তারা ১ জুলাই ২০২৩ হতে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ওপর ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন।’