সমন্বয়ক পরিচয়ে টাকা তুলতে গিয়ে ধরা

নিজস্ব প্রতিবেদক: ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার কথা বলে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে টাকা তোলার সময় একটি চক্রকে হাতেনাতে ধরা হয়েছে। শনিবার (১৭ আগস্ট’) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) ওই চক্রকে ধরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

নিটোর পঙ্গু হাসপাতাল নামে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমন্বয়ক পরিচয় দিয়ে কয়েক ব্যক্তি পঙ্গু হাসপাতালে পোস্টার লাগিয়েছেন। ওই পোস্টারে লেখা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় হতাহতদের তথ্য ও সহায়তা কেন্দ্র’। এতে কয়েকজনের নাম ও মুঠোফোন নম্বর উল্লেখ করা হয়।

সমন্বয়ক দাবি করা শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নিটোর সমন্বয়ক সুহানা ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না ইসলাম, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের মুহসিন আহমেদ, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের জোবায়ের হোসেনসহ আরও এক শিক্ষার্থী।

এ খবর পেয়ে পঙ্গু হাসপাতালে যান হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের না জানিয়ে এভাবে টাকা তোলা হয়েছে।”

সমন্বয়ক বা সহসমন্বয়ক নামে যারা পরিচয় দিচ্ছেন, তাদের সঙ্গে ন্যূনতম কোনো আর্থিক লেনদেন না করার অনুরোধ জানিয়েছেন তিনি।’

স্বতঃপ্রণোদিত হয়ে কেউ আর্থিক সহায়তা দিতে চাইলে তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করতে অনুরোধ জানান হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন,“যদি পরিবারের কেউ আহত হয়ে থাকেন, তাহলে নিজে গিয়ে নিজ হাতে টাকা দেবেন।”

তিনি আরও বলেন, “সমন্বয়কদের নামে দেশের বিভিন্ন জায়গায় টাকা তোলা হচ্ছে। সমন্বয়ক ও সহসমন্বয়ক পরিচয়ে কারও সঙ্গে আর্থিক লেনদেন করবেন না। কারণ, কেন্দ্রীয়ভাবে টাকাপয়সা তোলার কাজে উৎসাহ দিচ্ছি না। আমাদের প্রয়োজন পড়ছে না। বরং আমরা যে কাজটি করছি, আমরা সরকারকে এনাবল (ক্ষমতায়ন’) করছি। যেখানে টাকার প্রয়োজন হবে, সেখানে সরকার দিতে বাধ্য থাকবে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরুর পর থেকে আমাদের একটা টাকাও লেনদেন নাই। আমরা কারও কাছ থেকে টাকা তুলিনি। এটাই ছিল আমাদের আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। যখনই টাকা আসে, তখনই আন্দোলন বিতর্কিত করার চেষ্টা থাকে।”

আহত ব্যক্তিদের বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা সব হাসপাতালে যাচ্ছি। সকালে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছি। সেখানে আহতদের জন্য আলাদা ইউনিট করে দেওয়া হয়েছে। সরকারি সব হাসপাতালে একই ব্যবস্থা করা হচ্ছে। আহতদের ওই সব ইউনিটে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনসিপির জন্য আলোচনার দরজা খোলা

নিজস্ব প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচনের

বেলকুচিতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক

রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি পরীক্ষায় প্রবেশপত্র না পেয়ে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন ৩৬ শিক্ষার্থী। শনিবার (২৯ জুন) ঠাকুরগাঁও সদরের রুহিয়া ডিগ্রি কলেজে বেলা

প্রশংসায় ভাসছে কাহারঘোনা সংস্কার পরিষদ, এলাকাবাসীর স্ব-উদ্যোগে সাড়ে ৩কি.মি সড়ক সংস্কার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্বাঞ্চলীয় ইউনিয়ন সরল। বিগত আওয়ামী সরকারের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার চাচা একই ইউনিয়নের

বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে ওমর আব্দুল্লাহ আদিব নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১২টার

গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও ৫০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৮ হাজার ৩০০।