আপনার জানার ও বিনোদনের ঠিকানা

‘সচিবালয়ের গেটেই দুর্নীতি, ভেতরের অবস্থা অজানা’’

নিজস্ব প্রতিবেদক: ঘড়ির কাটা তখন ঠিক ১২টা ৫০ মিনিট। সচিবালয়ে দুই নম্বর গেটে দাঁড়িয়ে আছি। কয়েক সেকেন্ডের ব্যবধানে ত্রিশোর্ধ এক ভদ্রলোক পাশে এসে জিজ্ঞাসা করলেন, ‘ভাই ভেতরে যাবেন?’ বাহ্, মেঘ না চাইতেই বৃষ্টি। গেট পাশ ছাড়া আদৌ সচিবালয়ে প্রবেশ করা যায় কি না বা পাস ছাড়া কেউ সচিবালয়ে প্রবেশ করতে পারে কি না সেটা অবলোকন করাই আমার মিশন। কিন্তু সেটা এতো দ্রুত! কথা না বাড়িয়ে চলুন এবার মূল গল্পে যাই।

ভদ্র লোককে জিজ্ঞাসা করলাম, ভেতরে যাওয়ার প্রক্রিয়া কী?’ পাল্টা প্রশ্ন ‘আগে কখনো গেছেন?’ না, সচিবালয়ে আজকেই প্রথম। সমস্যা নাই আমি পাস ব্যবস্থা করে দেবে। সেখান থেকে আমাকে দ্রুত সচিবালয়ের ভেতরে নেয়ার চেষ্টা। কিন্তু আমার পুরো প্রক্রিয়া জানা দরকার। আবার জিজ্ঞাসা করি ‘ভেতরে যাওয়ার প্রক্রিয়া কী?’ বললে আমার জানা হলো আরকি। ভদ্র লোক উত্তর দিলেন আমার লোক আছে। আসেন আপনার প্রবেশের ব্যবস্থা করে দেই। আবার আমাকে ভেতরে নেয়ার চেষ্টা। আমি বললাম, আমার সাথে আরেকজন আছে, উনি আসতেছেন। আমরা দুজনই যাবো। ‘আচ্ছা, সমস্যা নাই। উনি কত দূরে?’ আসতেছে। এখনই চলে আসবে।’

এখন আমার করণীয় সম্পর্কে জানতে চাইলে ভদ্র লোক জানান, জন প্রতি তারা পাঁচশ টাকা নেন। আপনাদের দুজনের জন্য এক হাজার টাকা দিতে হবে। ‘আসেন, আমার সাথে আসেন।’ আমি একটু সময় ক্ষেপণ করার চেষ্টা করি। আমার সাথে আরেকজন আছে যে…,, এবার ভদ্র লোকের নাম জিজ্ঞাসা করি। সাথে এটাও জানাই যে, আমাদের কাজের জন্যই হয়তো আরও আসতে হতে পারে। এবার ভদ্র লোক নিজের নাম জানালেন। বললেন, নিজাম। পরবর্তীতে আসলে জানাবেন, ব্যবস্থা করে দেবে।’ সাথে সাথে ফোন নম্বর দিয়ে দিলেন। মোবাইলে নম্বর তুলে যাচাই করে নিলাম নম্বর ঠিক আছে কি না। না, ভদ্র লোক তার সঠিক নম্বরই দিয়েছেন। কথা চূড়ান্ত হলো। এবার ভেতরে যাওয়ার পালা। দুজনে রাস্তা থেকে ভেতরের দিকে গেলাম। ভেতরে ঢুকে আমাকে পাশে রেখে ভদ্র লোক (নিজাম) দায়িত্বরত এক পুলিশ সদস্যের সঙ্গে কথা বললেন। কথা চূড়ান্ত হলো। এবার আমার টাকা দেয়ার পালা। সাথে সাথে আমার পরিচয়পত্র দেখালাম। পরিচয়পত্র দেখার সাথে সাথে ভদ্র লোক (নিজাম) বুঝতে সময় নেননি। চট করেই সটকে পড়লেন।

এই পুরো বিষয়টি যেখানে ঘটেছে এর চারপাশে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্য এবং বিশেষ শাখা (এসবি’) এর সদস্যরা দায়িত্বরত। এদের সামনেই ঘটেছে এসব।

বিষয়টি নিয়ে কথা বললে পাস ছাড়া ভেতরে প্রবেশের কোন সুযোগ নেই বলে দাবি তাদের। টাকা দিয়ে পাস পাওয়ার সম্ভাবনাকেও নাকচ করেন।

নরসিংদী থেকে সচিবালয়ে এসেছেন শামীমা আক্তার। মেয়ে চট্টগ্রামে মেডিকেল হাসপাতালে চাকরি করেন, জামাই ঢাকায়। মেয়ের বদলির ব্যাপারে সচিবালয়ে এক মন্ত্রীর সুপারিশ নিতে এসেছেন তিনি। মন্ত্রী সম্পর্কে তার আত্মীয়। ভেতরে প্রবেশের পাস দিয়েছেন।

টাকা দিয়েও দালালের মাধ্যমে সচিবালয়ে প্রবেশের পাস পাওয়া যায়- বিষয়টি জানেন কি না জানতে চাইলে তিনি ‘না’ সূচক জবাব দেন। সাথে সাথে বললেন, ‘সচিবালয়ের গেটেই দুর্নীতি, ভেতরের অবস্থা অজানা!’

টাকা দিয়ে সচিবালয়ের গেট পাস পাওয়ার বিষয়টি জেনে বিস্ময় প্রকাশ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ড. লিপিকা ভদ্র। পাস ব্যতীত সচিবালয়ে প্রবেশের কোন সুযোগই নেই বলে দাবি তার।

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থেই সচিবালয়ে প্রবেশের বেলায় আমরা আগের চেয়ে এখন আরও কড়াকড়ি করেছি। কেউ ওটিপি নিশ্চিত না করলেও প্রবেশের সুযোগ পাবেন না। এটাকে আরও ডিজিটালাইজ করার জন্য আমরা টেন্ডার দিয়েছি। এটাকে আমরা আরও আধুনিকায়ন করতে চাই। যদিও শর্ত অনুযায়ী এবার আমরা টেন্ডার পাইনি।

টাকা দিয়ে পাস পাওয়া গেলে সচিবালয়ে নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে কি না জানতে চাইলে ড. লিপিকা ভদ্র বলেন, অবশ্যই নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে। কারা এসব করছে, কীভাবে এ সমস্ত ঘটনা ঘটছে সে ব্যাপারে আমরা অবশ্যই খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুই কন্যা সন্তানকে বিষপান করিয়ে মায়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুর বাড়ির অত্যাচারে দুই কন্যা সন্তানকে বিষপান করিয়ে আইরিন আক্তার (৩২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (৬ মার্চ)

বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে সিরাজগঞ্জের সৌর বিদ্যুৎ পার্ক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ এলাকায় যমুনা নদীর তীরে ২১৪ একর অনাবাদি জমিতে এই সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। যমুনা নদীর তীরে নির্মিত

লাইভ খবর পড়ার মধ্যেই গরমে অজ্ঞান উপস্থাপক

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশসহ প্রতিবেশী দেশ ভারতে চলছে তীব্র তাপপ্রবাহ। পশ্চিমবঙ্গের দক্ষিণ এলাকা জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। অসহনীয় গরমে জনজীবন অতিষ্ঠ। একাধিক জেলার

বাঁশখালীর শেখেরখীল সরকার বাজারে অগ্নিকান্ডে ছয় দোকান পুড়ে ছাই

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকান্ডের ঘটনায় ছয় দোকান পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা। মঙ্গলবার (২৮ মে) রাত

‘চকরিয়ায় কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত’ ৩

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী মিনিবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ধানচাষের জমিতে ছিটকে পড়ে। এতে দুই গাড়িই

‘ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শহর দখলের দাবি বিদ্রোহীদের’

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করা জাতিগত সংখ্যালঘুরা আরও একটি শহর নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া দাবি করেছে। সোমবার (১৫ জানুয়ারি’) রয়টার্সের খবরে বলা হয়েছে,