আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত সেখ আকিজ উদ্দিনের স্ত্রী এবং যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের মা সকিনা খাতুন (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৮ জুলাই সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়। গতকাল বাদ জোহর পর রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল মসজিদে প্রথম জানাজা, আসর নামাজের পর যশোরের পুলহাটে দ্বিতীয় জানাজা, শার্শা স্টেডিয়ামে তৃতীয় জানাজা এবং গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামে চতুর্থ জানাজা শেষে সেখ আকিজ উদ্দিনের কবরের পাশে তাঁর লাশ দাফন করা হয়।
- Advertisement -