নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৩ আগস্ট) সুস্পষ্টভাবে ঘোষণা করেন যে, গণভবনের দরজা খোলা আছে। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই। আমি কোন সংঘাত চাই না।’
রাজনৈতিক সংঘাত নিরসনে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ রাজনৈতক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
এদিকে আজ শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) রাতে এ ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।’