সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে পাঁচটি বিষয়ে অগ্রাধিকার

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহীদের মধ্যে ফরম বিক্রি শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ। আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি করা হবে। এদিকে সংরক্ষিত আসনে মনোনয়ন কারা পাবেন না পাবেন তা ঠিক করার কাজ করছে। আরও নির্দিষ্ট করে বললে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন এই কাজটি করছেন। আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে যে আসন পেয়েছে সেই আসন সমানুপাতিক হারে ৩৭ টি সংরক্ষিত আসনে তারা মনোনয়ন দিতে পারবে। আর স্বতন্ত্ররা যে আসনগুলোতে বিজয়ী হয়েছেন সেখান থেকে ১১ টি আসনে মনোনয়ন দিতে পারবেন স্বতন্ত্ররা। জাতীয় পার্টি মনোনয়ন দিতে পারবে দুই আসনে।

আওয়ামী লীগের যে ৩৭ জন নারী সংসদ সদস্য মনোনয়ন পাবেন বা নারী সংসদ সদস্য হিসেবে সংসদে যাবেন, তারা কোন যোগ্যতার ভিত্তিতে যাবেন-এ ব্যাপারে আওয়ামী লীগের নীতি নির্ধারক মহল পাঁচটি বিষয়কে চূড়ান্ত করেছে। যে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে একজন নারী সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হবে তার মধ্যে রয়েছে;

১. আগে কখনও সংসদ সদস্য হননি: যারা আগে কখনও সরাসরি ভোটে কিংবা সংরক্ষিত নারী কোটায় সংসদ সদস্য হননি, তারা সংরক্ষিত কোটায় প্রথম অগ্রাধিকার পাবেন।

২. প্রবাসী বাঙালি: সংরক্ষিত নারী আসনে প্রবাসী বাঙালিদেরকে আওয়ামী লীগ মনোনয়ন দেবে না বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। যারা দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন কিন্তু দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে ইচ্ছুক এমন প্রার্থীদের আওয়ামী লীগ মনোনয়ন দেবে না বলে জানা গেছে।’

৩. শৃঙ্খলা ভঙ্গের জন্য কেউ বহিষ্কৃত হলে: দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য কেউ কোন সময় দল থেকে সাময়িক বহিষ্কৃত হয়েছেন কিন্তু এখন আবার দলে সক্রিয় আছেন এবং নারী আসনে মনোনয়ন পেতে চেষ্টা তদবির করছেন এমন প্রার্থীদেরকেও আওয়ামী লীগ এবার মনোনয়ন দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।

৪. কখনও দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থীতা: স্থানীয় সরকার নির্বাচন বিশেষ করে উপজেলা বা জেলা পরিষদ নির্বাচনে কখনও দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী ছিলেন বা নির্বাচন করেছেন এ ধরনের প্রার্থীদেরকেও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হবে না।

৫. ফৌজদারি মামলায় দণ্ডিত: সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে আওয়ামী লীগ পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজকে গুরুত্ব দেবে বলে জানা গেছে। আর এ কারণে এবার কেউ কখনও কোন ফৌজদারি মামলায় দণ্ডিত হয়েছেন এমন কাউই মনোনয়ন পাবেন না এটা নিশ্চিত।

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো বিবেচনা করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী সংসদ সদস্যদের তালিকা চূড়ান্ত করবেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিমান বিধ্বস্ত হয়ে বাশার আল-আসাদ নিহত!

ঠিকানা টিভি ডট প্রেস: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিদ্রোহীদের প্রতিরোধের মুখে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন। তবে পালানোর সময় তার বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে গুঞ্জন উঠেছে।

চলতি বছরের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

ঠিকানা টিভি ডট প্রেস: চলতি বছরের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান। তিনি বলেছেন, ‘আগামী

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন সিলগালা করতে রাজউকে চিঠি’

বাংলা পোর্টাল: ঢাকা মহানগরীর যত ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে সেগুলো চিহ্নিত করে সিলগালা করতে তদন্ত কমিটি গঠনের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) চিঠি দেওয়া হয়েছে। শনিবার

লালপুরে তিন দিন ব্যাপি কৃষি মেলার শুভ উদ্ভোধন 

ওমর ফারুক খান লালপুর নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিন ব্যাপী কৃষি মেলা ও কৃষক কৃষি প্রনোদনা ও ঘুর্নিঝড় রেমাল জনিত

‘নিহত পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা’

নিজস্ব প্রতিবেদক: কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শনিবার (৯ মার্চ)

নামাজের সময় মসজিদে হামলা, বহু নিহত

আন্তর্জাতিক ডেস্ক: বন্দুকধারীদের হামলায় পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি মসজিদের কয়েক ডজন মুসল্লি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ