সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে পাঁচটি বিষয়ে অগ্রাধিকার

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহীদের মধ্যে ফরম বিক্রি শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ। আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি করা হবে। এদিকে সংরক্ষিত আসনে মনোনয়ন কারা পাবেন না পাবেন তা ঠিক করার কাজ করছে। আরও নির্দিষ্ট করে বললে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন এই কাজটি করছেন। আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে যে আসন পেয়েছে সেই আসন সমানুপাতিক হারে ৩৭ টি সংরক্ষিত আসনে তারা মনোনয়ন দিতে পারবে। আর স্বতন্ত্ররা যে আসনগুলোতে বিজয়ী হয়েছেন সেখান থেকে ১১ টি আসনে মনোনয়ন দিতে পারবেন স্বতন্ত্ররা। জাতীয় পার্টি মনোনয়ন দিতে পারবে দুই আসনে।

আওয়ামী লীগের যে ৩৭ জন নারী সংসদ সদস্য মনোনয়ন পাবেন বা নারী সংসদ সদস্য হিসেবে সংসদে যাবেন, তারা কোন যোগ্যতার ভিত্তিতে যাবেন-এ ব্যাপারে আওয়ামী লীগের নীতি নির্ধারক মহল পাঁচটি বিষয়কে চূড়ান্ত করেছে। যে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে একজন নারী সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হবে তার মধ্যে রয়েছে;

১. আগে কখনও সংসদ সদস্য হননি: যারা আগে কখনও সরাসরি ভোটে কিংবা সংরক্ষিত নারী কোটায় সংসদ সদস্য হননি, তারা সংরক্ষিত কোটায় প্রথম অগ্রাধিকার পাবেন।

২. প্রবাসী বাঙালি: সংরক্ষিত নারী আসনে প্রবাসী বাঙালিদেরকে আওয়ামী লীগ মনোনয়ন দেবে না বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। যারা দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন কিন্তু দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে ইচ্ছুক এমন প্রার্থীদের আওয়ামী লীগ মনোনয়ন দেবে না বলে জানা গেছে।’

৩. শৃঙ্খলা ভঙ্গের জন্য কেউ বহিষ্কৃত হলে: দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য কেউ কোন সময় দল থেকে সাময়িক বহিষ্কৃত হয়েছেন কিন্তু এখন আবার দলে সক্রিয় আছেন এবং নারী আসনে মনোনয়ন পেতে চেষ্টা তদবির করছেন এমন প্রার্থীদেরকেও আওয়ামী লীগ এবার মনোনয়ন দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।

৪. কখনও দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থীতা: স্থানীয় সরকার নির্বাচন বিশেষ করে উপজেলা বা জেলা পরিষদ নির্বাচনে কখনও দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী ছিলেন বা নির্বাচন করেছেন এ ধরনের প্রার্থীদেরকেও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হবে না।

৫. ফৌজদারি মামলায় দণ্ডিত: সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে আওয়ামী লীগ পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজকে গুরুত্ব দেবে বলে জানা গেছে। আর এ কারণে এবার কেউ কখনও কোন ফৌজদারি মামলায় দণ্ডিত হয়েছেন এমন কাউই মনোনয়ন পাবেন না এটা নিশ্চিত।

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো বিবেচনা করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী সংসদ সদস্যদের তালিকা চূড়ান্ত করবেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আখাউড়া দেবগ্রামে দখলকৃত সরকারি জায়গা উদ্ধার করে সাইনবোর্ড টানিয়েছে প্রশাসন, রাতে হাওয়া

আফজল খান শিমুল (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার পৌর শহরের দেবগ্রাম গ্রামের দেবগ্রাম মৌজার ০৪ শতাংশ সরকারি খাস খতিয়ান ভূক্ত জায়গা উদ্ধার করে প্বার্শবর্তী

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে ইসরাইলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। বিবিসি জানিয়েছে, ইস্পাহানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি

‘বিসিএস পরীক্ষায় ছেলে বন্ধুর হয়ে প্রক্সি দিতে এসে ধরা তরুণী’

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীতে বিসিএস পরীক্ষায় প্রক্মি দিতে এসে ভ্রাম্যমাণ আদালতের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রিয়তি জান্নাত নামের এক তরুণী। এ ঘটনায় তাকে সাত দিনের কারাদণ্ড

বেলকুচি বিএনপি নেতা আজিজল হকের দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আজিজল হক (৮০) সরকারের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। বুধবার ১৯ মার্চ

ভারতে বেড়েছে মুসলিম, কমছে হিন্দুদের সংখ্যা: রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গত ৬৫ বছরে হিন্দু জনগোষ্ঠী কমেছে। অন্যদিকে এই সময়ের মধ্যে বেড়েছে সংখ্যালঘু বা মুসলিমদের সংখ্যা। ১৯৫০ থেকে ২০১৫ পর্যন্ত ভারতের জনসংখ্যার ভিত্তিতেই

ক্যারিবীয় অঞ্চলের পর জ্যামাইকার দিকে ধেয়ে যাচ্ছে ‘বেরিল’

আন্তর্জাতিক ডেস্ক: অতি বিপজ্জনক ঘূর্ণিঝড় হিসেবে ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়েছে পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন বেরিল। এই ঝড়ের তাণ্ডবে ইতিমধ্যে একজনের মৃত্যুর খবর