নিজস্ব প্রতিবেদক: সংবাদ সম্মেলনে আসছেন জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আজমের ছেলে সাবেক বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী। দীর্ঘ ৮ বছর পরে আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নিজের বক্তব্য তুলে ধরবেন তিনি।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর সহ-প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার ( ৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হবে।
এতে বলা হয়েছে, ২০১৬ সালে গুমের স্বীকার হয়ে দীর্ঘ ৮ বছর পরে আয়নাঘর থেকে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর মরহুম অধ্যাপক গোলাম আজমের সন্তান, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী (ভার্চ্যুয়াল) প্রেস ব্রিফিং করবেন।’