শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে পালিয়েছে মালিকপক্ষ’

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীতে সাড়ে তিনশ শ্রমিক-কর্মচারীর তিন সপ্তাহের বেতন-বোনাস না দিয়ে মিলে তালা দিয়ে পালিয়েছে মালিকপক্ষ।

বুধবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার রূপপুর এলাকায় অবস্থিত কিং জুট মিলে এ ঘটনা ঘটে। কিং জুট মিলের বর্তমান মালিক মোকলেছুর রহমান। তিনি রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

এর আগে মালিকপক্ষ গত ৮ এপ্রিল বিকাল পর্যন্ত সময় নেয়। কিন্তু ওইদিন থেকেই মালিক মোকলেছুর রহমান পলাতক রয়েছেন।

এ বিষয়ে জানতে কিং জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোকলেছুর রহমানের মোবাইল ফোনে একাধিবার ফোন দেওয়া হলেও তা বন্ধ পাওয়া গেছে। এসএমএস পাঠিয়েও কোনো সাড়া মেলেনি।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। বেতন না পেয়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। মালিকপক্ষ এটা ঠিক করেনি। কিন্তু মালিককে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনটিও বন্ধ। এখানে তাদের করণীয় তেমন কিছু নেই। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মিল সূত্র জানায়, মিলটিতে সাড়ে তিনশ শ্রমিক কাজ করেন। যার অধিকাংশই নারী। প্রতিদিন ২৯০ টাকা হারে প্রতি সপ্তাহে তাদের বেতন দেওয়ার কথা। গত তিন সপ্তাহ ধরে তাদের বেতন দেওয়া হয়নি। বলা হয়েছে ঈদের আগে বেতন ও বোনাস এক সঙ্গে দেবে। ২৯০ টাকা হারে তিন সপ্তাহের মোট বেতন বকেয়া আছে ৬ হাজার ৯০ টাকা।

গত বৃহস্পতিবার তাদের বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। ওই দিন জানানো হয় শুক্রবার বেতন-বোনাস দেওয়া হবে। এ কারণে শুক্রবার বন্ধের দিনেও তারা এসেছিলেন। পরে ওই দিন বলা হয় বুধবার বকেয়া বেতনের সঙ্গে বোনাসও দেবে। বুধবার মিলে এসে দেখেন তালাবন্ধ। মালিকপক্ষেরও কেউ নেই’।

দুপুরে কিং জুট মিলে গিয়ে দেখা যায়, অনেক নারী শ্রমিক মিলে বসে আছেন। অনেকে আবার সকাল থেকে বসে থেকে মালিকের দেখা না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আর মিলের ভেতর মূল ভবন দুটিতে ঝুলছে তালা।

কালুখালি উপজেলার নবাবপুর ইউনিয়নের শ্রমিক দিলারা বেগম বলেন, বেতন-বোনাস মিলে ১০ হাজার টাকা পাবো। গতকালও দুপুর দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করেছি। এই টাকা নিয়ে দুই ছেলের পোশাক কিনবো আর ঈদের বাজার করবো ভেবেছিলাম। এখন মালিকই নেই। দুই ছেলের কাছে মুখ দেখাবো কী করে।

কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের শ্রমিক মিনারা বেগম বলেন, আমার স্বামী অসুস্থ। তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। মিলে চাকরি করে তিনি সংসার চালান। ঈদের আগে বেতন-বোনাস না পেলে কী করে ঈদ করবো। এখন বিষ খাওয়া ছাড়া উপায় নেই।

জসিম মোল্লা বলেন, আমরা স্বামী-স্ত্রী দুজনেই এই মিলে কাজ করি। রোজা থেকে যে কষ্ট করেছি মিলে। ঈদের বেতন-বোনাস পাবো আশা করে আছি। এখন সকালে এসে দেখি মিলে তালা দিয়ে সবাই চলে গেছে।

এ ব্যাপারে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) মো. আলমগীর হুসাইন জানান, বিষয়টি খুবই দুঃখজনক। ঈদের আগে বেতন না দিয়ে মিল কর্তৃপক্ষ চরম অন্যায় করেছেন। শ্রমিকদের বিক্ষোভের কথা শুনে ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে শান্ত করা হয়েছে। পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে এজন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মিল মালিক মোকলেছুর রহমানকে পাওয়া যাচ্ছে না। তার ফোন বন্ধ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘যুক্তরাষ্ট্রে দুই প্রীতি ম্যাচে মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা’

ঠিকানা টিভি ডট প্রেস: সদ্য মাঠে গড়ানো কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন লিওনেল মেসি। যার কারণে শঙ্কা

ভূঞাপুরে ফসলের উৎপাদন বাড়াতে পার্টনার কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে কষকদের ফসল উৎপাদন বাড়াতে দিনব্যাপী পার্টনার কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) প্রাগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর

বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সতর্ক থাকার অনুরোধ থাকলো: ইলিয়াস

ডেস্ক রিপোর্ট: প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সতর্ক থাকার অনুরোধ করেছেন। ১৪

আ.লীগ নিষিদ্ধে কী কী উপায় আছে সরকারের কাছে, জানালেন আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: সব দল যদি ঐকমত্যভাবে প্রস্তাব করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক অথবা নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হোক বা কোনো আদালতের রায়ের পর্যবেক্ষণে

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ২৬ বাংলাদেশীকে ফেরত পাঠালো বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারতের হরিয়ানা রাজ্যে অবৈধভাবে বসবাসরত ২৬ জন বাংলাদেশী নাগরিককে ফেরত পাঠিয়েছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এদের মধ্যে ১৩ জন শিশু, ৭ জন

লাশের ময়নাতদন্তের প্রতিবেদনে ভয়ংকর তথ্য রয়েছে: মুনিয়া হত্যামামলার আইনজীবী

ঠিকানা টিভি ডট প্রেস: মোশাররাত জাহান মুনিয়া হত্যা মামলায় সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন উপেক্ষা করার অভিযোগ করেছেন তার আইনজীবী ও স্বজনরা। একই সঙ্গে আসামি পক্ষ