শেয়ারবাজারে দরবেশ-পীরেরা না থাকলেও মুরিদরা রয়েছে: তদন্ত কমিটি

ঠিকানা টিভি ডট প্রেস: ১৯৯৬ এবং ২০১০ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির তদন্তে অনেক কিছুই বেরিয়ে এসেছিল। কিন্তু তার আলোকে কিছুই করা হয়নি। কাউকে শাস্তি দেওয়া হয়নি। বরং সেসব ‘দরবেশ, পীররা’ দাঁড়ি কামানোর আগ পর্যন্ত পুঁজিবাজার চালিয়েছেন। এখন পুঁজিবাজারে সেইসব দরবেশ পীররা নেই। কিন্তু তাদের মুরিদরা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য ইয়াওয়ার সাঈদ।

সোমবার (২ সেপ্টেম্বর’) বিএসইসির সমন্বিত অনুসন্ধান ও তদন্ত কমিটির এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ইয়াওয়ার সাইদ বলেন, ২৯ আগস্ট ১৯৯৯ সালে প্রথম মিউচুয়াল ফান্ডের উদ্বোধন করা হয়। এখন আমাকে বলা হল মিউচুয়াল ফান্ডের উন্নয়নের জন্য কাজ করতে। আমি দেখলাম যে ২৫ বছরে মিউচুয়াল ফান্ড ২৫ কদমও আগায়নি।

বিগত বছরগুলোতে যেসব অনিয়ম দুর্নীতি হয়েছে শেয়ারবাজারে সেগুলো আপনারা সাংবাদিকরা রিপোর্ট করেছেন। এখন এসব রিপোর্টের ভিত্তিতে আমরা তদন্ত করব। আমরা এখন আছি এখানে কোনো রাজনৈতিক চাপ নেই। এখন কোনো এমপি মন্ত্রী আমাদের বলবে না ওর নামে রিপোর্ট করো না। আমরা নিরপেক্ষভাবে কাজ করব। আমরা অন্যায়ের বিরুদ্ধে নিরপেক্ষ হবো। মানুষ যেন আমরা মরে গেলেও বলে যে মার্কেটের জন্য কিছু লোক কাজ করে গেছে।’

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, যারা তদন্ত কমিশনে আছেন তাদের আমরা পরিষ্কার করে বলেছি, কমিশন থেকে কোনো ধরনের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হবে না। তাড়াহুড়ো করে কোনো কাঁচা কাজ হবে না। তাই এখানে বিভিন্ন খাতের বহু বছরের অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তিদের এই তদন্ত কমিটিতে রাখা হয়েছে। তদন্ত কমিটির সবাই তাদের কর্ম পদ্ধতি তৈরি করে কাজ শুরু করে দিবেন অতি দ্রুত। আমরা পূঙ্খানুপুঙ্খভাবে রিপোর্ট তৈরী করব। আমরা ধাপে ধাপে আগাব। যখন যে কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। এক্ষেত্রে সাংবাদিকরা অনেক গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার।

তিনি বলেন, সংবাদমাধ্যমে যেসব গুরুত্বপূর্ণ রিপোর্ট হয়েছে সেগুলোকে ধরেই কিন্তু আমরা কাজ করছি। আমরা ভবিষ্যতে আরও অনেক কাজ করব। ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের ফলে আমরা এখানে এসেছি এটাকে কাজে লাগাতে হবে। এই সুযোগ আর কখনো আসবে কি না আমরা জানি না।

বিএসইসি চেয়ারম্যান বলেন, শেয়ারবাজার সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই কমিশন গঠনের ১১ দিনের মাথায় আমরা এসব সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে আরও অনেক কাজ করব এটাই এর স্পষ্ট বার্তা। তদন্ত কমিটিকে পর্যাপ্ত সময় দেয়া হবে তাদের কাজগুলো সুচারুভাবে যেন করতে পারে।

তদন্ত কমিটির সদস্য জিয়া উদ্দিন আহমেদ বলেন, কোন কোন জায়গায় অনিয়ম দুর্নীতিগুলো হয়েছিল এগুলো আমরা সাংবাদিকদের বিভিন্ন রিপোর্ট থেকে বের করব।

বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের সামনে যে সময়টা এসেছে এটা বারবার আসে না। আমরা প্রতিশ্রুতি করছি আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব।

এনবিআরের সাবেক সদস্য মো. শফিকুর রহমান বলেন, ছাত্র জনতা একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে সুযোগ তৈরি করে দিয়েছেন এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা কাজ করতে চাই।

ডেপুটি এটর্নি জেনারেল জিশান হায়দার বলেন, শেয়ারবাজারের যেসব দুর্নীতি কারসাজি হয়েছে এগুলোর যেসব ক্রিমিনাল অফেন্স আছে এগুলো নিয়ে আমি কাজ করব।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেসামাল হয়ে উঠেছে সরকার অস্তিত্বের প্রশ্নে

আওয়ামী কর্তৃত্ববাদী সরকার নিজেদের অস্তিত্বের প্রশ্নে এখন বেসামাল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অবৈধ শাসকগোষ্ঠী বিএনপি এবং

স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা’

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাভার স্মৃতিসৌধে বীর শহীদদের ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ মার্চ’)

আদালতে মিল্টনের রিমান্ড চাওয়া হবে: ডিবি

নিজস্ব প্রতিবেদক: চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ পাওয়া গেছে। তার নামে মামলা প্রক্রিয়াধীন। ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডে

আগামী বছর থেকে টঙ্গীতে বিশ্ব ইজতেমা করতে পারবে না সাদপন্থীরা

নিজস্ব প্রতিবেদক: নেতৃত্ব নিয়ে বিরোধে বাংলাদেশে তাবলিগ জামাত দুটি প্রধান গ্রুপে বিভক্ত হয়ে আছে। তাদের এক গ্রুপের টঙ্গী ময়দানে তাবলীগ জামায়াত বাংলাদেশ (মাওলানা সা’দ এর

দেশে ফিরে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

সমন্বয়ক পরিচয়ে টাকা তুলতে গিয়ে ধরা

নিজস্ব প্রতিবেদক: ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার কথা বলে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে টাকা তোলার সময় একটি চক্রকে হাতেনাতে ধরা হয়েছে। শনিবার (১৭ আগস্ট’) রাজধানীর শেরেবাংলা নগরে