শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন শিরিন শিলা

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা শিরিন শিলা। অভিনয়, গ্ল্যামার আর ফটোজেনিক মুখশ্রী দিয়ে প্রযোজক-পরিচালকদের নজর কেড়েছেন। ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন শিরিন শিলা। এ সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে অপু বিশ্বাস থাকলেও শিরিন শিলা নিজের যোগ্যতায় সবার দৃষ্টি আকর্ষণে সক্ষম হন।

এরপর থেকে একের পর এক নতুন নতুন সিনেমায় দিয়ে দর্শকদের মন জয় করে যাচ্ছেন শিরিন শিলা। বর্তমানে পরিচালক মেহেদী হাসান সিনেমা ‘শেষ বাজি’ শুটিং ব্যস্ত সময় পার করছেন। এর আগে নির্মাতা অপূর্ব রানার ‘দ্য রাইটার’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।

শিরিন শিলা বলেন, সিনেমায় শুটিং নিয়ে টানা ব্যস্ত সময় যাচ্ছে। নির্মাতা অপূর্ব রানা ভাইয়ের ‘দ্য রাইটার’ সিনেমার শুটিং শেষ করে আবার আমার নতুন সিনেমা ‘শেষ বাজি’ শুরু করেছি। সিনেমাটির শুটিং শুরু হয়েছে বেশ কিছুদিন হলো। এরই মধ্যে ঢাকার আশেপাশে শুটিং হয়েছে। রাজশাহীতেও সিনেমাটির শুটিং হয়েছে। বর্তমানে ঢাকার ভেতরে শুটিং চলছে। চলবে আরও বেশ কিছুদিন।

‘শেষ বাজি’ সিনেমা প্রসঙ্গে শিরিন শিলা বলেন, সিনেমার গল্পটি চমৎকার। সাধারণত আমরা প্রেম ভালোবাসার গল্পের সিনেমা দেখি। কিন্তু এটি একটু থ্রিলার টাইপের। গল্পে দেখা যাবে একটা জুয়া খেলা দিয়ে একজন মানুষের জীবন কীভাবে শেষ হয়ে যায়।

শিরিন শিলা বলেন, আমার চরিত্রটিও মনে রাখার মতো। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে গান ও অ্যাকশনসহ বাণিজ্যিক ধারার সব উপকরণ সিনেমাটিতে রাখা হয়েছে। আশা করছি, এ সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের পছন্দ হবে।

‘শেষ বাজি’ সিনেমায় শিরিন শিলা ও সাইমন সাদিক ছাড়া শক্তিমান অভিনেতা বড়দা মিঠু এবং রাশেদ মামুন অপু, সাবেরী আলমসহ অনেককে দেখা যাবে। এর আগে ‘দ্য রাইটার’ সিনেমাতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন শিরিন শিলা। আর এ সিনেমায় নায়ক হিসেবে দেখা যাবে আদর আজাদকে।

বর্তমানে শিরিন শিলার মুক্তির অপেক্ষায় আছে মনতাজুর রহমান পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’, ‘জিম্মি’, সাদেক সিদ্দিকীর ‘ডাইরেক্ট অ্যাটাক’, মেহেদি হাসান পরিচালিত ‘নদীর জলে শাপলা ভাসে’র মতো সিনেমাগুলো।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাইবান্ধায় প্রক্সি নিয়ে লিখিত পাস: ভাইভায় আটক ২২

প্রতিনিধি,গাইবান্ধা; গাইবান্ধায় জেলা প্রশাসকের কার্যালয়ের জনবল নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি নেওয়া ২২ পরীক্ষার্থীকে ভাইভায় আটক করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার

যশোরে চারদিনের অভিযানে ১১ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক বন্ধ

জেমস আব্দুর রহিম রানা: যশোরে অবৈধভাবে গড়ে ওঠা ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সাড়াশি অভিযান চলছে। স্বাস্থ্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত গত চারদিনে অভিযান

বুয়ার নামেও ভুয়া বিল বুটেক্স ভিসির, নানা অনিয়মসহ অভিযোগের পাহাড়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ভিসি বাংলোতে মাসিক ৫ হাজার টাকা বেতনে নিয়োগ দেওয়া হয়েছিল অ্যাটেনডেন্ট (বুয়া)। তবে এর বিপরীতে প্রতিমাসে বিশ্ববিদ্যালয় থেকে তুলে

পেট ব্যথা নিয়ে হাসপাতালে যুবক, বের করা হলো মোবাইল ফোন

ঠিকানা টিভি ডট প্রেস: প্রচণ্ড পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন এক যুবক। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা তার পেটে আস্তো একটি মোবাইল ফোন দেখতে পায়। বেঙ্গালুরুর

নিত্যপণ্যের বাজার চড়া

ঠিকানা টিভি ডট প্রেস: সপ্তাহ শেষেও বাজারে ফেরেনি স্বস্তি। উল্টো অধিকাংশ ভোগ্যপণ্যের দাম বেড়েছে। মোটাদাগে বলা যায়, দাম বেড়েছে প্রায় সব পণ্যেরই। এরমধ্যে কোনো কোনো

কোন্দল বন্ধ করতে আওয়ামী লীগের পাঁচ কৌশল’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের এখন প্রধান সমস্যা হল দলের অভ্যন্তরীণ কোন্দল মেটানো। নির্বাচনের সময়ে আওয়ামী লীগের যে কৌশল সেই কৌশলের কারণে সারাদেশে কোন্দল ছড়িয়ে পড়েছে।