শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়ন পরিষদে ইলিশ প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরনে বিরত থাকা উপকারভোগী জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিশেষ ভি.জি.এফ মৎস্য চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মৎস্য অফিসের নির্দেশে শীলকূপ ইউপির প্যানেল চেয়ারম্যান মো. রাশেদ নুরী উপস্থিত থেকে এই মৎস্য চাল বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) অরুণ জয় ধর, ট্যাগ অফিসার প্রতিনিধি মাষ্টার নুর মোহাম্মদ, ইউপি সদস্য নুসরাত আলম, জান্নাতুল ফেরদৌস লাকী, মিজানুর রহমান সিকদার, মো. ইউনুছসহ সকল স্তরের লোকজন।
প্যানেল চেয়ারম্যান মো. রাশেদ নুরী বলেন, ‘ইউনিয়নের মেম্বার, চৌকিদার এবং সকলস্তরের জনগণের উপস্থিতিতে ৫৫০ জন উপকারভোগী পরিবারের জন্য ৩৪৩ মণ চাল বিতরণ করি। প্রত্যেক পরিবার বস্তাপ্রতি ২৫ কেজী করে চাল পায়। চাল পেয়ে জেলেরা অনেক খুশি।