নিজস্ব প্রতিবেদক: কোটা আন্দোলনকারীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেছেন। এদিকে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত পুলিশ। শাহবাগ মোড়ে সাঁজোয়াযান নিয়ে প্রস্তুত রয়েছে পুলিশ।’
শাহবাগ মোড়ে সরেজমিনে দেখা যায়, বিকেল থেকেই বৃষ্টি পড়ছে এ এলাকায়। যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাস্তায় অন্য যেকোনো দিনের তুলনায় গণপরিবনের পাশাপাশি ব্যক্তিগত পরিবহন উল্লেখযোগ্যভাবে কম দেখা গেছে। রাস্তায় গাড়ির চাপ নেই বললেই চলে।’
এদিকে আরও দেখা যায়, শাহবাগ মোড়ে ও এর আশপাশ এলাকায় বিক্ষিপ্তভাবে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। থানা পুলিশের পাশাপাশি রাজারবাগ পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।
তবে শাহবাগ মোড়ে বর্তমানে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিতে পারেন। আর এদিকে রাস্তা যেন অবরোধ না হয় সেই জন্য পুলিশও প্রস্তুত রয়েছে।
অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে পুলিশ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (১১ জুলাই’) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।
এদিকে ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কারের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চার সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করে আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছিলাম। বিষয়টি নিয়ে যখন বিচারিক প্রক্রিয়া চলমান, তার প্রতি কোনো প্রকার সম্মান না করে আন্দোলনকারীরা বাংলা ব্লকেড নামে মানুষকে কষ্ট দিচ্ছে।’