নয়ন আলী, শাহজাদপুর সিরাজগঞ্জ: যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে শাহজাদপুর প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ৭ টায় প্রেস ক্লাবের পক্ষ থেকে শাহজাদপুর সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে প্রেস ক্লাব কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন সকাল ১০ টায় প্রেস ক্লাব কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আল আমিন হোসেন। সভায় মহান বিজয় দিবসের তাৎপর্য বিষয়ে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য বিমল কুন্ডু, সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল কাসেম, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি রাসেল সরকার, সহ- সভাপতি লাইফ হাসান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কোরবান আলি লাভলু, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, আব্দুল কুদ্দুস, নয়ন আলি প্রমুখ। সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক বিজয় দিবস উপলক্ষে উপস্থিত সদস্যদের মিষ্টিমুখ করান।
জনসভা সফল করতে নেতাকর্মীদের সাথে বিএনপি নেতা ভিপি অমর কৃষ্ণ দাস
নজরুল ইসলাম: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা থানা বিএনপির যৌথ আয়োজনে জনসভা সফল করতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অঙ্গ