সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে দিনে দুপুরে শিয়ালের আক্রমণে গুরুতর আহত হয়েছেন কুরসী বেগম (৫০) নামের এক গৃহবধূ। তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন সাবেক সেনা সদস্য লুৎফর রহমান। আহত অবস্থায় দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৯ জুন) সকাল এগারোটার দিকে শাহজাদপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ড বাড়াবিল উত্তরপাড়া মাঠে (কৃষি জমিতে) এঘটনাটি ঘটে। আহত কুরসী বেগম উক্ত গ্রামের কৃষক সাহেব আলীর স্ত্রী এবং লুৎফর রহমান একই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী এবং আহতদের পারিবারিক সুত্রে জানা যায়, সকাল দশটায় দিকে কুরসী বেগম তার গৃহপালিত ভেড়া নিয়ে মাঠে যান। এসময় নেপিয়ার ঘাস ক্ষেত থেকে একটি ক্ষ্যাপা শিয়াল বের হয়ে তার উপর আক্রমণ চালালে তার আর্তচিৎকারে তাকে রক্ষার জন্য (অব:) সেনা সদস্য লুৎফর রহমান এগিয়ে আসেন এবং তার হাতে থাকা কাঁচি দিয়ে ক্ষিপ্ত শিয়ালকে আঘাত করতে থাকেন। একপর্যায়ে শিয়াল তাকেও আক্রমণ করে। পরে মাঠে কর্মরত অন্যান্য কৃষকেরা এগিয়ে আসলে শিয়ালটি পালিয়ে যায়। কুরসী বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার বাম হাতের মধ্যমা আঙ্গুলের এক তৃতীয়াংশ বিচ্ছিন্ন হয়ে হারিয়ে গেছে।
গুরুতর আহত কুরসী বেগমকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কিছুক্ষণ পর পার্শ্ববর্তী মাঠে আরেকজনের উপর হামলা করলে কৃষকরা লাঠিসোটা নিয়ে সমবেত হয়ে আক্রমণ করে শিয়ালটিকে মেরে ফেলেন।’
কৃষকেরা জানান, মাঝে মাঝেই শিয়াল এবং কুকুর গৃহপালিত পশু এবং মানুষের উপর হামলা করে থাকে। তারা শিয়াল এবং কুকুর নিধননেরও দাবি জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিয়ারের আক্রমনে আহতরা চিকিৎসা নিতে আসেন।’