আপনার জানার ও বিনোদনের ঠিকানা

শাহজাদপুরে কোচ-সিএনজি সংঘর্ষে আহত আরও ১ শিশু নিহত 

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা নামক স্থানে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে কোচ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের মা-মেয়ে নিহত ও ৪ জন আহতের ঘটনায় আহত কথা মনি সুত্রধর (১২) কে বৃহস্পতিবার রাতে বগুড়া থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা গেছে। ফলে মৃত্যুর সংখ্যা ৩ জনে দাড়িয়েছে। অপরদিকে বগুড়া হাসপাতাল থেকে আহত পলি সুত্রধর (১৮) ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ও সৌরভ সুত্রধর (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের নিবির পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাথায় আঘাত জনিত কারণে তাদের এখনও জ্ঞান ফেরেনি। বৃহস্পতিবার রাতে সৌরভের মাথায় অস্ত্রপচার করা হয়েছে। অপর আহত অরুণা সুত্রধর (৪৫) এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে এ ঘটনায় নিহত মিতুর চাচা বিপেন সুত্রধর বাদী হয়ে বৃহস্পতিবার রাতে হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা দায়ের করেছে। মামলার পর রাতেই হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ র‌্যাব-১২ এর সহযোগিতায় ঘাতক এসি কোচ শাহজাদপুর ট্রাভেল্স (ঢাকা-মেট্রো-ব-১৫-১১৯৪) আটক ও চালক আমিরুল ইসলাম নাজমুল (৪৪) কে পাবনা পৌর এলাকার দোহারপাড়ার নিজ বাড়ি থেকে প্রেপ্তার করেছে। সে ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। শুক্রবার দুপুরে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ গ্রেপ্তারকৃত চালক আমিরুলকে শাহজাদপুর চৌকি আদালতে সোপর্দ করেছে। অপরদিকে নিহত মিতু সুত্রধর ও তার মেয়ে ইচ্ছা সুত্রধর (৭) কে বৃহস্পতিবার রাতে ও পরে মারা যাওয়া মেয়ে কথা সুত্রধর (১২)কে শুক্রবার দুপুরে স্থানীয় মহাশ্মশানে দাহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত মিতুর চাচা বিপেন সুত্রধর বাদী হয়ে বৃহস্পতিবার রাতে হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা দায়ের করেছেন। এরপর অভিযান চালিয়ে রাতেই ঘাতক কোচ শাহজাদপুর ট্রাভেল্স (ঢাকা-মেট্রো-ব-১৫-১১৯৪) আটক করি। পরে র‌্যাব-১২ এর সহযোগিতায় কোচের চালক আমিরুল ইসলাম নাজমুল (৪৪) কে পাবনা পৌর এলাকার দোহারপাড়ার নিজ বাড়ি থেকে প্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত চালক আমিরুলকে শাহজাদপুর চৌকি আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে নিহত মিতুর চাচা বিপেন সুত্রধর জানান, আহতদের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আমাদের মত হতদরিদ্র পরিবারের পক্ষে এতো টাকার জোগার করা সম্ভব নয়। তাই এ ব্যাপারে সরকারি ও বেসরকারি ভাবে সাহায্য প্রার্থনা করছি। তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে আহত ও নিহতরা কিত্তন অনুষ্ঠানে যোগ দিতে পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া গ্রামে নিহত মিতুর স্বামী সুধাম সুত্রধরের ভাগনি জামাই অনিল সূত্রধরের বাড়িতে যাচ্ছিল। খুকনির যুগিপাড়া থেকে সিএনজি যোগে তারা রওনা দিয়ে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা এলাকার বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এসে পৌছালে পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহজাদপুর ট্রাভেল্সের (ঢাকা-মেট্রো-ব-১৫-১১৯৪) এসি কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মিতু রাণী সুত্রধর (৩০) ও হাসপাতালে নেয়ার পথে তার মেয়ে ইচ্ছা মনি (৭) নিহত হয়। আহত হয়, খুকনি ইউনিয়নের যুগিবাড়ি গ্রামের নিহত মিতু রাণীর অপর মেয়ে কথা মনি সুত্রধর (১২), বেলতৈল ইউনিয়নের কাদাই বাদলা গ্রামের অরুণা সুত্রধর(৪৫), তার ছেলে সৌরভ সুত্রধর (২০) ও সিএনজি চালক সাঁথিয়া উপজেলার তাইমূল ইসলাম (২৫) শাহজাদপুর ফায়ার সাভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিএনজি চালককে ঢাকা পঙ্গু ও অপর আহতদের বগুড়া বগুড়া ও এনায়েতপুর খাজা ইফনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বগুড়া থেকে বৃহস্পতিবার রাতে কথা মনি, সৌরভ ও পলিকে সঙ্গাহীন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কথা মনি মারা যায়। এরপর পলিকে আগারগাঁওয়ের নিউরোসাইন্স হাসপাতালে ও সৌরভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সৌরভের মাথায় অস্ত্রপচার করা হয়। পলি ও সৌরভের এখনও জ্ঞান ফেরেনি। তাদের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কঙ্গোতে নৌকা ডুবে ৮০ জনের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) একটি নৌকাডুবির ঘটনায় ৮০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত

১৯৪৮ সালেই দেশ স্বাধীনের সিদ্ধান্ত নিয়েছিলেন বঙ্গবন্ধু: শেখ হাসিনা’

ঠিকানা টিভি ডট প্রেস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর জাতির পিতাকে জিজ্ঞাসা করা হয়েছিল দেশের স্বাধীনতার কথা আপনি কখন থেকে চিন্তা করেন। তিনি উত্তর

রেড, ইয়োলো, গ্রিন: ৫৪ ব্যাংকের মধ্যে যে ব্যাংক যে জোনে

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় মালিকানাধীন চারটিসহ মোট ৯টি ব্যাংক রেড জোনে আছে। এতে ব্যাংকগুলোর ভঙ্গুর আর্থিক দশা সামনে এসেছে। আর ইয়েলো জোনে রয়েছে ২৯টি। অর্থাৎ সেগুলোর

হাসপাতালের বিল নিতে নবজাতক বিক্রি, পরিচালক আটক

ঠিকানা টিভি ডট প্রেস: বাচ্চা প্রসবের সময় ঘনিয়ে আসায় আয়হীন স্বামীকে নিয়ে ঢাকা থেকে গ্রামে আসেন লাবণী আক্তার (২২) পূর্বপরিচিত চিকিৎসকের পরামর্শে ভর্তি হন নগরীর

ইবিতে ব্যাচ-ডে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ম্যুরালে জুতা পায়ে উল্লাস, টি-শার্টে অশ্লীল লেখালেখি

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্যাচ ডে উদযাপন করেছে ২০২১-২২ শিক্ষাবর্ষের (সংবর্ত-৩৬ ব্যাচ) শিক্ষার্থীরা। এক বছর পূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারি) বিভিন্ন আয়োজনে তারা দিনটি

‘মসজিদের ইমাম ছাত্রলীগ নেতা’

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় ছাত্রলীগের নেতৃত্বে থাকায় রাজনীতির মাঠে সরব তিনি। তার নির্দেশনায় চলছে ইউনিয়নটির ছাত্ররাজনীতি। সেই নেতা করছেন মসজিদের ইমামতি। রমজান মাসে পড়াচ্ছেন খতমে তারাবি।