শারীরিক অবস্থার অবনতি, গভীর রাতে খালেদা জিয়াকে সিসিইউতে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি ঘটায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য এভারকেয়ার হসপিটালে নেয়া হয়েছে। শনিবার (২২ জুন) রাত ৩টায় তাকে হাসপাতালে নেয়া হয়। খালেদা জিয়া’র ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এভারকেয়ার হাসপাতালে খবর দেয়া হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্স এলে তাকে হাসপাতালে নেয়া হয়। বেগম জিয়াকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ও ডা. শাহাবুদ্দিন এ সময় বাসায় ছিলেন। তারাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিএনপি নেত্রীকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন। এর আগে গত বুধবার (১ মে) সন্ধ্যায় খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়। সেখানে কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে সাবেক এই প্রধানমন্ত্রীকে ভর্তি করা হয় সিসিইউতে। এরপর ২ মে রাত ৯টার দিকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তিনি গুলশানের বাসায় ফেরেন।’

সে সময় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, রাতে বিএনপি চেয়ারপারসনের বেশ কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ম্যাডাম সিসিইউতে ছিলেন। পরে তাকে মেডিকেল বোর্ডের পরামর্শে কেবিনে স্থানান্তর করে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মেডিকেল বোর্ড চিকিৎসা সেবা দিয়েছে।

তারও আগে গত ৩১ মার্চ খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই দফায় তিন দিন হাসপাতালে থাকার পর গুলশানের বাসায় ফেরেন তিনি। খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। কারাগার থেকে বেরোনোর পর চিকিৎসার জন্য কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মেট্রোরেল চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি: মেট্রোরেলের লাইনে বিদ্যুৎ সরবরাহকারী সাবস্টেশনগুলোর মধ্যে শেওড়াপাড়া সাবস্টেশনে বৈদ্যুতিক লাইন ফেইল করায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল সাড়ে ৯টা

ধান শুকানো ছাড়া কাজে আসে না ৬ কোটির সেতু

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের ইসলামপুর উপজেলায় ছয় কোটি টাকা ব্যয় করে সেতু হয়েছে। কিন্তু সেতুটির একপাশে সংযোগ সড়ক থাকলেও অন্য পাশে নেই। ফলে দুই উপজেলার প্রায়

সিসিইউতে খালেদা জিয়া, অবস্থার আরও অবনতি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার (১৪ জুলাই) বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা.

সিরাজগঞ্জে  ফেন্সিডিল ও গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা পুলিশ এর গোয়েন্দা  শাখা (ডিবি) মাদকদ্রব্য উদ্ধার অভিযান অভিযান চালিয়ে সিরাজগঞ্জ  সদর থানার কালিয়া হরিপুর ইউনিয়নের অন্তর্গত কাশিয়াহাটা বাজারস্থ

এবার শেখ হাসিনার সঙ্গে আসামি নিঝুম মজুমদার

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর তেজগাঁও এলাকায় গুলিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থী মো. তৌহিদুল হক হত্যার অভিযোগে শেখ হাসিনা, নিঝুম মজুমদার ও মুনতাসীর মামুনসহ

বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে ফান্ড সংগ্রহ শুরু বৈষম্যবিরোধী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক: ফেনী, নোয়াখালী, সিলেটসহ দেশের কয়েকটি জেলায় বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে ফান্ড সংগ্রহ শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ব্যাংক অ্যাকাউন্টে এ ফান্ড সংগ্রহ করা