শান্তিরক্ষী নিয়ে ডয়চে ভেলের প্রতিবেদন পক্ষপাতমূলক: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ডয়চে ভেলের ‘Torturers deployed as UN peacekeepers’ শিরোনামে প্রচারিত ডকুমেন্টারি/তথ্যচিত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনাসদস্যদের নিয়ে বিভ্রান্তিমূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শনিবার (২৫ মে’) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, শান্তিরক্ষী নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের কঠোর নির্বাচন এবং যাচাইকরণ প্রক্রিয়া অনুসরণ করে সবসময় সবচেয়ে যোগ্য এবং পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা সেনাসদস্যদের মোতায়েন নিশ্চিত করা হয়। সর্বদা এই প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী নির্বাচনে উচ্চমানের আচরণবিধি এবং পেশাগত দক্ষতার দায়বদ্ধতা প্রমাণ করেছে।

আইএসপিআর জানায়, ডকুমেন্টারিতে উপস্থাপিত অভিযোগের বিষয়ে ডয়চে ভেলে (ডিডব্লিউ) বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে কোনো মন্তব্য গ্রহণ করেনি।

‘পক্ষপাতমূলক ও একপেশে এই প্রতিবেদনের লক্ষ্য ও উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ। ডকুমেন্টারিতে অপ্রাসঙ্গিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ভিডিও ফুটেজ ব্যবহার করে অপর একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানহানি করাই এর মূল অভিপ্রায় ছিল বলে প্রতীয়মান। এটি সম্পূর্ণ একটি পক্ষপাতদুষ্ট অভিপ্রয়াস, যা ডকুমেন্টারিটির বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বিনষ্ট করেছে।’ জানায় আইএসপিআর।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো ঞয়, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণে এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ১৩১ জন বীর সেনানী সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করেন এবং ২৩৯ জন আহত হন, জাতিসংঘের পতাকা সমুন্নত রাখার চেষ্টায় এটি একটি বিরল উদাহরণ। এছাড়াও গত তিন দশকে জাতিসংঘের অধীনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা যেকোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থেকে মুক্ত, যা একটি দৃষ্টান্তমূলক অর্জন।

এসব বক্তব্যের প্রেক্ষিতে আন্তর্জাতিক শান্তিরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে গণমাধ্যমগুলোর ন্যায্য এবং ভারসাম্যপূর্ণ প্রতিবেদনের নীতি মেনে চলা অত্যন্ত প্রয়োজনীয় বলেও মনে করে আইএসপিআর।

এছাড়া বিভ্রান্তিমূলক প্রতিবেদন উপস্থাপন এবং সংবাদ প্রচার বিশ্বব্যাপী শান্তিরক্ষী বাহিনীর বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতা বহুলাংশে ক্ষুণ্ন করবে বলে জানায় আইএসপিআর।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিজের ইচ্ছেমত ব্যাংক চালাতেন ব্যাবস্থাপক, গ্রাহকদের হিসাবে নয় ছয়

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: ব্যাংকিং নিয়মে নয় নিজের বানানো নিয়মে ব্যাংক চালাতেন সিরাজগঞ্জের বেলকুচির জনতা ব্যাংকের তামাই শাখার ব্যবস্থাপক আল আমিন। নিজের ইচ্ছেমতো গ্রাহকের হিসাব

ডিএমপির ডিবি প্রধান হারুনকে বদলি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি-ডিবি) হারুন-অর-রশিদকে বদলি করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ)-এর দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র এ

ঈদ ব্যস্ততায় সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলো খটখট শব্দে মুখোরিত

নজরুল ইসলাম: দিনের আলো ফোঁটার সাথে সাথেই তাঁতের খট খট শব্দে মুখরিত সিরাজগঞ্জের তাঁত পল্লীগুলো। দেশজুড়ে তাঁত শিল্প সমৃদ্ধ এ জেলা হিসেবে পরিচিত । সদর,

ফেন্সিডিলসহ সেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল আসিফ শাওনকে (৩২) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (১৪ মার্চ) রাত ১১টার দিকে পৌর শহরের জগন্নাথ পাড়া

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় রাস্তা পার হতে ট্রাকের চাপায় নারীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় প্রাণ গেছে মনিজা বেগম (৪৫) নামের এক গৃহিনীর। তিনি উপজেলার মোহনপুর মিলপাড়া

মাথাপিছু মাসিক আয় ৩৫ টাকা বেড়ে ২৭৮৪ ডলার

ঠিকানা টিভি ডট প্রেস: চলতি অর্থবছর প্রায় শেষের দিকে। এর আগেই চলতি ২০২৩-২৪ অর্থ বছরে সাময়িক হিসাব অনুযায়ী ধারণা করা হচ্ছে মোট দেশজ উৎপাদন (জিডিপি)