আপনার জানার ও বিনোদনের ঠিকানা

শান্তর সেঞ্চুরিতে দাপুটে জয় বাংলাদেশের’

বাংলা পোর্টাল: মাত্র এক মাস পূর্বেই পূর্ণ রূপে পেয়েছেন দলের অধিনায়কের দায়িত্ব। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজই তার প্রথম এসাইনমেন্ট। যেখানে টি টোয়েন্টিতে ইতোমধ্যেই ধাক্কা খেলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন।

বলছিলাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তর কথা। শুরুতে রান খরায় ভুগতে থাকা বাংলাদেশ শান্তর প্রত্যাবর্তনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

বুধবার (১৩ মার্চ’) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান এসেছে লিয়ানাগের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। জবাবে খেলতে নেমে ৪৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।’

এদিন শ্রীলংকার দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে টাইগাররা। পরে দলের বিপর্যয়ের মুহূর্তে উইকেটে এসে হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডার ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রাখেন বাংলাদেশ অধিনায়ক।

মিডল অর্ডারে মুশফিকুর রহিমের সঙ্গে গড়েছেন শতাধিক রানের অবিচ্ছিন্ন জুটি। তাতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পথে সেঞ্চুরির দেখাও পেয়েছেন শান্ত। ৫২ বলে ফিফটি করেছিলেন। পরের ৫০ রান করেছেন ৫৬ বলে। সবমিলিয়ে ১২২ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। এছাড়াও শান্তর বিপরীত প্রান্তে থাকা মুশফিকের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৭৩ রান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শীত থাকবে আরও কয়েকদিন’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারা দেশে প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এর সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ যুক্ত হয়ে শীতকে আরও তীব্রতর করে তুলেছে।

‘আবারও বাংলাদেশে মিয়ানমারের সেনাবাহিনী’

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে এবার মিয়ানমার সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ তিন সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। শনিবার (৩০ মার্চ’) ভোর ৫টার

গোপালগঞ্জে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে : আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক: জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সেইসঙ্গে গোপালগঞ্জে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।

সন্ত্রাসের নাটের গুরুদের তালিকা করছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এখন সন্ত্রাস এবং সহিংসতায় রূপ নিয়েছে। এ সমস্ত সন্ত্রাস এবং সহিংসতার কারণে বেশ কিছু নেতাকর্মী প্রাণ হারিয়েছে।

পদ্মা সেতু: ষড়যন্ত্রকারী কারা

নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতু বাস্তবায়নের যারা ষড়যন্ত্র করেছিল তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। তারা পরাজিত হয়েছে, শেষ পর্যন্ত তারা তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু

‘সচিবালয়ের গেটেই দুর্নীতি, ভেতরের অবস্থা অজানা’’

নিজস্ব প্রতিবেদক: ঘড়ির কাটা তখন ঠিক ১২টা ৫০ মিনিট। সচিবালয়ে দুই নম্বর গেটে দাঁড়িয়ে আছি। কয়েক সেকেন্ডের ব্যবধানে ত্রিশোর্ধ এক ভদ্রলোক পাশে এসে জিজ্ঞাসা করলেন,