শর্তসাপেক্ষে জামিন পেলেন দৈনিক ডেসটিনির সম্পাদক মোঃ রফিকুল আমিন 

সেলিম রেজা স্টাফ রিপোর্টার: অবশেষে জামিন পেলেন দেশের বৃহত্তম মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ডেসটিনি-২০০০ লিমিটেডের উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রফিকুল আমীন।

আজ বুধবার (৬ই মার্চ ২০২৪) এনেক্স বিল্ডিং এর ২৭ নাম্বার কোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির লিমিটেড এর সাবেক সভাপতি (মোহাম্মদ রফিকুল আমীন) সারে ১১ বছরেরও বেশি সময় ধরে বিনা বিচারে কারাগারে রয়েছেন। কারারুদ্ধ থাকায় চরম হতাশায় ভুগছে কোম্পানির ৪৫ লাখ বিনিয়োগকারী এবং ক্রেতা-পরিবেশক ও গ্রাহকের পরিবার-পরিজন।

আজ জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মহবুব ও মো. মহাদ্দেস-উল-ইসলাম টুটুল। অন্যদিকে দুর্নীতি দমণ কমিশন দুদকের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। তিনি বলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনকে দেওয়া ১২ বছরের কারাদণ্ড এবং দুই হাজার ৩০০ কোটি টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের সাজা খাটা শেষ হওয়ায় তার জামিন মঞ্জুর করেছেন উচ্চ আদালত।’

আইনজীবীরা বলেন, দুর্নীতি দমন কমিশনের করা এই মামলায় ২০২২ সালের ১২ই মে রফিকুল আমিনসহ ৪৬ জনকে অর্থদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেয় বিচারিক আদালত। মামলায় প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়। এই রায়ের বিরুদ্ধে ২০২২ সালেই আপিল করেন মোহাম্মদ রফিকুল আমীন। তিনি এরই মধ্যে ১২ বছর সাজা ও জরিমানা অনাদায়ের আরো তিন বছরের সাজা খাটা শেষ করেছেন। এ কারণে আদালত তাকে জামিন দিয়েছেন।

গত ২০২২ সালের ১২ মে আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম। রায়ে ডেসটিনির এমডি রফিকুল আমীনকে ১২ বছরের কারাদণ্ড ও ২০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি গ্রুপের চেয়ারম্যান হারুনকে চার বছরের কারাদণ্ড ও সাড়ে ৩ কোটি টাকা জরিমানা করা হয়।

মাল্টিপারপাস কো-অপারেটিভের নামে ডেসটিনি বিনিয়োগকারীদের কাছ থেকে ১ হাজার ৯০১ কোটি টাকা সংগ্রহ করে। সেখান থেকে ১ হাজার ৮৬১ কোটি ৪৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়। এরপর ডেসটিনির এমডি রফিকুল আমিনসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যে কো-অপারেটিভ সোসাইটির মামলায় ৪৬ জন এবং ট্রি-প্ল্যানটেশন মামলায় ১৯ জনকে আসামি করা হয়। মোট আসামি ৬৫ জন হলেও রফিকুল আমিনসহ ১৪ জনের নাম দুই মামলায় থাকায় মোট আসামি ৫১ জন।’

উল্লেখ্য, মামলা হওয়ার পর ২০১২ সালে রফিকুল আমিন বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠায়। তারপর কারাগারে আছেন রফিকুল আমীন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদন বাংলাদেশে ছাত্র আন্দোলনে নিহত ৬৫০

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৬৫০ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ আগস্ট’) জেনেভা থেকে প্রকাশিত জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের

ভোট কারচুপির দায় স্বীকার করে পাকিস্তানের নির্বাচন কর্মকর্তার পদত্যাগ’

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চট্টা পদত্যাগ করেছেন। দেশটিতে ৮ ফেব্রুয়ারির ভোটে কারচুপির দায় স্বীকার করে পদত্যাগ করেছেন তিনি। একইসঙ্গে রাজনৈতিক চাপে ভুল

যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দেশের জনপ্রিয় দৈনিক যায়যায়দিনের প্রধান কার্যালয় দখল ও ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৭ মার্চ)

এনায়েতপুরে ভাঙনরোধ ও নদীরক্ষা প্রকল্পে অনিয়মের বিরুদ্ধে ছাত্র-জনতার মানববন্ধন

ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ব্রাহ্মনগ্রাম থেকে হাট পাঁচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার যমুনার ভাঙন কবলিত পশ্চিম তীরে নির্মানাধীন রক্ষা বাঁধ এলাকায় দফায়

বহুলী সুতা প্রসেস মিলের বর্জ্যে পরিবেশ বিপর্যয়

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের সদর উপজেলা বহুলীতে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে মেসার্স পাঁচ তারা মার্চরাইজ এন্ড প্রসেস মিল। অবিলম্বে এসব প্রসেস মিল জনবসতিহীন এলাকায় স্থানান্তরের দাবি জানিয়েছেন

কারাগার থেকে পালিয়েও রক্ষা হলো না ৪ ফাঁসির আসামির

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে পালিয়ে গিয়েও