শর্তসাপেক্ষে জামিন পেলেন দৈনিক ডেসটিনির সম্পাদক মোঃ রফিকুল আমিন 

সেলিম রেজা স্টাফ রিপোর্টার: অবশেষে জামিন পেলেন দেশের বৃহত্তম মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ডেসটিনি-২০০০ লিমিটেডের উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রফিকুল আমীন।

আজ বুধবার (৬ই মার্চ ২০২৪) এনেক্স বিল্ডিং এর ২৭ নাম্বার কোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির লিমিটেড এর সাবেক সভাপতি (মোহাম্মদ রফিকুল আমীন) সারে ১১ বছরেরও বেশি সময় ধরে বিনা বিচারে কারাগারে রয়েছেন। কারারুদ্ধ থাকায় চরম হতাশায় ভুগছে কোম্পানির ৪৫ লাখ বিনিয়োগকারী এবং ক্রেতা-পরিবেশক ও গ্রাহকের পরিবার-পরিজন।

আজ জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মহবুব ও মো. মহাদ্দেস-উল-ইসলাম টুটুল। অন্যদিকে দুর্নীতি দমণ কমিশন দুদকের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। তিনি বলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনকে দেওয়া ১২ বছরের কারাদণ্ড এবং দুই হাজার ৩০০ কোটি টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের সাজা খাটা শেষ হওয়ায় তার জামিন মঞ্জুর করেছেন উচ্চ আদালত।’

আইনজীবীরা বলেন, দুর্নীতি দমন কমিশনের করা এই মামলায় ২০২২ সালের ১২ই মে রফিকুল আমিনসহ ৪৬ জনকে অর্থদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেয় বিচারিক আদালত। মামলায় প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়। এই রায়ের বিরুদ্ধে ২০২২ সালেই আপিল করেন মোহাম্মদ রফিকুল আমীন। তিনি এরই মধ্যে ১২ বছর সাজা ও জরিমানা অনাদায়ের আরো তিন বছরের সাজা খাটা শেষ করেছেন। এ কারণে আদালত তাকে জামিন দিয়েছেন।

গত ২০২২ সালের ১২ মে আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম। রায়ে ডেসটিনির এমডি রফিকুল আমীনকে ১২ বছরের কারাদণ্ড ও ২০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি গ্রুপের চেয়ারম্যান হারুনকে চার বছরের কারাদণ্ড ও সাড়ে ৩ কোটি টাকা জরিমানা করা হয়।

মাল্টিপারপাস কো-অপারেটিভের নামে ডেসটিনি বিনিয়োগকারীদের কাছ থেকে ১ হাজার ৯০১ কোটি টাকা সংগ্রহ করে। সেখান থেকে ১ হাজার ৮৬১ কোটি ৪৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়। এরপর ডেসটিনির এমডি রফিকুল আমিনসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যে কো-অপারেটিভ সোসাইটির মামলায় ৪৬ জন এবং ট্রি-প্ল্যানটেশন মামলায় ১৯ জনকে আসামি করা হয়। মোট আসামি ৬৫ জন হলেও রফিকুল আমিনসহ ১৪ জনের নাম দুই মামলায় থাকায় মোট আসামি ৫১ জন।’

উল্লেখ্য, মামলা হওয়ার পর ২০১২ সালে রফিকুল আমিন বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠায়। তারপর কারাগারে আছেন রফিকুল আমীন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পোশাক রপ্তানি নিয়ে মার্কিন শুনানিতে প্রশ্নের মুখে বাংলাদেশ’

বাংলা পোর্টাল: তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করে এমন ৫ দেশের বিষয়ে শুনানি সোমবার ভার্চ্যুয়ালি আয়োজন করেছিল যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য কমিশন (ইউএসআইটিসি) যার

আওয়ামী লীগে যারা বেশি পেয়েছে তারাই শৃঙ্খলা ভঙ্গ করেছে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই আওয়ামী লীগের যে সমস্ত নেতারা যোগ্যতার চেয়ে অতিরিক্ত পেয়েছেন তারাই দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন,

রাশমিকাকে নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে যা বললেন মুফতি হামজা

নিজস্ব প্রতিবেদক: ভারতের আলোচিত দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। সদ্যই মুক্তি পেয়েছে তার ‘পুষ্পা ২’। অভিনয় ও সৌন্দর্যের ছটায় ভারতসহ সারা বিশ্বেই আছে তার ভক্ত-অনুসারী। সম্প্রতি

মাজলিসুল মুফাসসিরিন যশোর জেলার ডায়েরি বিতরণ ও সিরাতুন্নাবী মাহাফিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন যশোর জেলা একাংশের আয়োজনে ২০২৩-২৪ সনের ডায়েরি বিতরণ ও সিরাতুন্নাবী (সা:) মাহাফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যশোর জেলার প্রখ্যাত মুফাসসীরগন উপস্থিত

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া খালাস: আপিল বিভাগ

ঠিকানা টিভি ডট প্রেস: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সোমবার (৩ মার্চ) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন

হজের নিবন্ধন শুরু ১ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। সরকারি-বেসরকারি দুই মাধ্যমেই এই নিবন্ধন কার্যক্রম চলবে এবছরের ৩০ নভেম্বর পর্যন্ত। প্রাথমিক নিবন্ধনের